টেলিভশন জগতের জনপ্রিয় রিয়ালিটি শো গুলির মধ্যে অন্যতম হল ‘দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show)’। কপিল শর্মা (Kapil Sharma) নিজেই এই শোটি পরিচালনা করেন। মূলত কমেডি রিয়ালিটি শো হিসাবে বিখ্যাত, তবে এই শোতে বহু বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রী এসেছেন সময়ে সময়ে। কোনো ছবির প্রচার হোক বা গেস্ট হিসাবে একাধিকবার বিখ্যাত সেলিব্রিটিরা এই শোতে এসেছেন।
কিন্তু যেমনটা জানা যাচ্ছে আগামী মাসে এই শোটি বন্ধ হতে চলেছে। এই খবরটি বের হবার পর অনেকেই মনে প্রশ্ন জগতে শুরু করেছিল। কেন বন্ধ হয়ে যাচ্ছে এই জনপ্রিয় শোটি! আজ কপিল শর্মা সোশ্যাল নেটওয়ার্ক টুইটারে ”আস্ক কপিল’ নামের একটি চ্যাট শোএর আয়োজন করেছিলেন যেখানে অনেকেই তাকে শো কেন বন্ধ হয়ে যাচ্ছে তা জিজ্ঞাসা করেছিলেন।
Bcoz I need be there at home with my wife to welcome our second baby 😍🧿 https://t.co/wdy8Drv355
— Kapil Sharma (@KapilSharmaK9) January 28, 2021
নেটিজনদের প্রশ্নের উত্তরে কপিল শর্মা জানিয়েছেন, দ্বিতীয় বার বাবা হতে চলেছেন কপিল শর্মা। আর তাই স্ত্রীর যত্ন নিতে ও দায়িত্ব নিতে তিনি বাড়িতে থাকবেন কিছুদিন। সেই জন্য ‘দ্য কপিল শর্মা’ শো আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কপিল শর্মা। ইতিমধ্যেই নানান জল্পনা শোনা যাচ্ছিলো যে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কপিল শর্মা। কিন্তু কোনো নিশ্চিত খবর পাওয়া যাচ্ছিলো না, এমনকি কপিল নিজেও এ নিয়ে খুব একটা কিছু বলতে চাননি।
কিন্তু এদিনই প্রথমবারের মত কপিল শর্মা অফিসিয়ালি স্বীকার করলেন যে তিনি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। কপিল শর্মার এই উত্তরে অনেকেই চমকে গিয়েছেন। সাথে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে দ্বিতীয় বার বাবা হবার জন্য।
প্রসঙ্গত, কপিল শর্মা যে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন সে খবর বি-টাউনে আজ থেকে নয় বরং গত বছরের নভেম্বর মাস থেকেই ঘুরছিল। কারণ গতবছর করবা চৌথের সময় ভারতী সিং একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে কপিল শর্মার পত্নী গিন্নির বেবি বাম্প ক্যামেরাবন্দি হয়েছিল। আর সেই থেকেই কপিলের বাবা হবার খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। তবে, এতদিন সে খবর শুধু মাত্র জল্পনা থাকলেও এবার সেটা অফিসিয়াল।