• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্বিতীয় বার বাবা হলেন ‘কমেডি কিং’ কপিল শর্মা! সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সুখবর

Kapil Sharma কপিল শর্মা

টেলিভশন জগতের জনপ্রিয় রিয়ালিটি শো গুলির মধ্যে অন্যতম হল ‘দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show)’। কপিল শর্মা (Kapil Sharma) নিজেই এই শোটি পরিচালনা করেন। মূলত কমেডি রিয়ালিটি শো হিসাবে বিখ্যাত, তবে এই শোতে বহু বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রী এসেছেন সময়ে সময়ে। কোনো ছবির প্রচার হোক বা গেস্ট হিসাবে একাধিকবার বিখ্যাত সেলিব্রিটিরা এই শোতে এসেছেন।

Kapil Sharma কপিল শর্মা

ফেব্রুয়ারির শুরুটা কপিল করলেন দারুণ সুখবর দিয়ে! পয়লা ফেব্রুয়ারির সকালেই ভূমিষ্ঠ হয়েছেন কপিল শর্মা (Kapil Sharma) ও গিনি ছাত্রথের (Ginni Chatrath) দ্বিতীয় পুত্রসন্তান, নিজস্ব ইন্সটা-হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন কৌতুকাভিনেতা কপিল শর্মা। ট্যুইটারেও একটি ট্যুইট বার্তায় ফ্যানমহলে সুখবরটি ছড়িয়ে দেন কপিল। ইতিমধ্যেই প্রায় ২০,০০০ লাইক ও ১,০০০ বারের বেশি রিট্যুইট হয়েছে কপিলের ট্যুইট বার্তাটি।

Kapil Sharma কপিল শর্মা

বলিমহলের মতে, ২০১৯-এর ডিসেম্বরে কপিলের পরিবার আলো করে আসে তাঁদের প্রথম কন্যাসন্তান অনায়রা (Anayra)। ২০২০ সালের ১৫ই জানুয়ারি প্রথম নিজের কন্যাসন্তানের ছবি ট্যুইটারে দেন কপিল। কেরিয়ার হোক বা পরিবার, দীর্ঘ টানাপোড়েনের পর বাবা হিসেবে কপিলের এই প্রাপ্তিতে খুশি হয়েছেন বলিউডের একাংশ। ট্যুইট ও কমেন্ট বক্সে নানাভাবে কপিলকে শুভেচ্ছা জানিয়েছেন বলিসেলেবরা।

Kapil Sharma কপিল শর্মা

বলিউড সূত্রে জানা যাচ্ছে, ২০১৮ সালের ডিসেম্বরে জলন্ধরে পাঞ্জাবি ঐতিহ্য মেনে কপিল-গিনি গাঁটছড়া বাঁধেন। সঙ্গীত, মেহেন্দি-র মত নানা আচারঅনুষ্ঠান মেনেই হয় বিয়ে। অনায়রার মত পুত্রসন্তানের আগমনে শর্মাপরিবারে যে খুশির হাওয়া, তা স্পষ্ট গিনি-কপিলের চওড়া হাসিতেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥