• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নকল করতে গিয়ে দেশের সংস্কৃতিটাই ভুলে গেছে! বলিউডের ‘ব্যর্থতা’ নিয়ে বিস্ফোরক ‘Kantara’র ঋষভ

চলতি বছর একের পর এক বলিউড (Bollywood) সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। অথচ রমরমিয়ে চলছে সাউথের একাধিক ছবি। সফল দক্ষিণী ছবির লিস্টে সাম্প্রতিক সংযোজন ঋষভ শেট্টির (Rishab Shetty) ‘কানতারা’ (Kantara)। রিলিজের ৫ সপ্তাহ পরেও প্রেক্ষাগৃহে সফলভাবে চলছে এই ছবি।

সাউথ ইন্ডাস্ট্রির একদিকে পৌষমাস, অপরদিকে বলিউডের সর্বনাশ! হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা এতটা খারাপ কেন? সম্প্রতি এই প্রশ্ন রাখা হয়েছিল ‘কানতারা’ খ্যাত ঋষভের সামনে। যা শুনে অভিনেতা-পরিচালক একবাক্যে বলেন যে, নিজের সংস্কৃতিকে ভুলে হলিউডকে নকল করার জন্যই এই দশা বলিউডের।

   

Kantara

ঋষভ বলেন, ভালো সিনেমা বানাতে গেলে নিজের শিকড়ের কাছে থাকা উচিত এবং পশ্চিমী সংস্কৃতির দ্বারা এত বেশি অনুপ্রাণিত হয়ে যাওয়া উচিত নয়। একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় ‘কানতারা’ তারকা বলেন, ‘এখন অনেক বেশি পশ্চিমী প্রভাব এবং অন্যান্য কনটেন্ট দেখার ফলে ভারতের চলচ্চিত্র নির্মাতারাও তেমন জিনিসই তৈরি করতে চাইছেন’।

দক্ষিণী তারকার প্রশ্ন, ‘কিন্তু সেটার চেষ্টা কেন করছেন? কারণ মানুষ সেটা হলিউডেই পেয়ে যাচ্ছেন। গল্প বলার ধরণ, মান এবং পারফরম্যান্সের দিক থেকে তাঁরা (হলিউড) অনেক ভালো করছে’। শুধু এটুকুই নয়, দর্শকদের পছন্দ অপছন্দের কথা মাথায় রাখার পরামর্শও দিয়েছেন তিনি।

Rishab Shetty in Kantara

ঋষভ বলেন, ‘আমরা নিজেদের জন্য না, দর্শকদের জন্য সিনেমা বানাই। তাঁদের এবং তাঁদের অনুভূতির কথা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের দেখতে হবে তাঁদের মূল্যবোধ এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটা ঠিক কেমন। আমরা কিন্তু চলচ্চিত্র নির্মাতা হওয়ার আগে তাঁদের সঙ্গেই ছিলাম’।

জানিয়ে রাখি, ঋষভ পরিচালিত এবং অভিনীত ‘কানতারা’ চলতি বছরের অন্যতম হিট ছবি। পাশাপাশি ‘কেজিএফ চ্যাপ্টার ২’এর পর এটি দ্বিতীয় সবচেয়ে সফল কন্নড় ছবি। ‘কানতারা’র হিন্দি সংস্করণই এখনও অবধি প্রায় ৫৪ কোটি টাকা কামিয়ে ফেলেছে। অপরদিকে বলিউডের সিনেমাগুলি ৫০ কোটি টাকা গণ্ডি পেরোতেও কালঘাম ছুটে যাচ্ছে।