সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকেই লাগাতার শিরোনামে থেকে গেছেন বলি-অভিনেত্রী (Bollywood) কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। যদিও এরই মাঝে টুইটার (Twitter) কর্তৃপক্ষের রোষের মুখে পড়েছেন ‘ক্যুইন’ (Queen)। ব্যান হয়েছে কঙ্গনার অ্যাকাউন্ট। এরই মাঝে ইনস্টাগ্রামেও (Instagram) একই ঘটনার স্বীকার এই বলিতারকা!
সোশ্যাল মঞ্চে কঙ্গনার ট্র্যাক রেকর্ড যে একেবারেই ভাল নয়, তা স্পষ্ট জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া (Social Media) বোদ্ধারা। করোনার (Coronavirus) কবলে পড়ার পর নিজের একটি ধ্যানমগ্ন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কঙ্গনা লেখেন : করোনাকে ধ্বংস করব। অভিনেত্রীর দাবি, ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ কাছে দিয়েছে তাঁর সেই পোস্ট! আর এর পিছনে নাকি হাত রয়েছে ‘কোভিড ফ্যান ক্লাব’-র (কোভিড Fan Club)।
ইনস্টা স্টোরিতে (Insta Story) কঙ্গনা জানান, “ইনস্টাগ্রাম আমার করোনাকে পোস্ট ডিলিট করা হয়েছে, কারণ কেউ নাকি এই পোষ্টে কষ্ট পেয়েছে! সাম্যবাদ (Communism) ও সন্ত্রাসবাদ (Terrorism)-র প্রতি মানুষের শ্রদ্ধা যে বাড়ছে, তার প্রমাণ এই করোনা ফ্যান ক্লাব! মাত্র ২ দিন হল ইনস্টাগ্রামে আছি। এখন মনে হচ্ছে এটাও গেল।” এহেন পোস্টের সঙ্গে লাফিং ইমোজি ব্যবহার করেছেন কঙ্গনা রানাওয়াত কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছেন যে ব্যঙ্গ করেই তাঁর এই পোষ্ট।
করোনায় আক্রান্ত হওয়ার পরপরই কঙ্গনা সোশ্যাল টাইমলাইনে লেখেন, “আমি জানি না কতদিন ধরে আমার শরীরে ভাইরাসের বসবাস। এবার ওদের আর বাঁচতে দেব না। দয়া করে কেউ ভয় পাবেন না। আপনি যত ভয় পাবেন তত আরও বেশি করে আপনাকে ভয় দেখাবে ওরা! আসুন একসঙ্গে কোভিড-১৯-কে বিনষ্ট করি। কোভিড-১৯ সামান্য জ্বর (Flu) ছাড়া আর কিছুই না।”
সম্প্রতি বাংলার ভোট নিয়ে বেলাগাম বিতর্কিত টুইট করায় সাসপেন্ড করা হয়েছে কঙ্গনার টুইটার হ্যান্ডেল। কঙ্গনার বেনজির আক্রমণের নিশানায় ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রাবণ’ বলেও কটাক্ষ করেন অভিনেত্রী। আর এইবার করোনা নিয়েও বিতর্কিত পোস্টের ফল ভুগতে হল কঙ্গনাকে, পোস্ট মুছে গেল ইনস্টাগ্রামের দেওয়াল থেকে।