• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কথা দিয়েও কথা রাখলেন না! একতা কাপুরের শো হোস্ট করব বলেও শেষমেশ ঝুলিয়ে দিলেন কঙ্গনা

Published on:

একতা কাপুর,কঙ্গনা রানাউত,অল্ট বালাজি,ekta kapoor,kangna ranaut,alt balaji,mx player,bigg boss

একতা কাপুরের রিয়েলিটি শো মানেই যে বাড়তি উত্তেজনা থাকবেই তা বলাই বাহুল্য। মাত্র দিন কয়েক হল শেষ হয়েছে বিগবস৷ যাদের এই শো দেখে সময় কাটত স্বভাবতই তাদের মুখ ভার তারা এখন কীভাবে কাটাবেন সময়। আর এর মাঝেই সুখবর দিয়েছেন একতা কাপুর৷ অল্ট বালাজীর ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে জানানো হয় নতুন শো নিয়ে আসছেন একতা কাপুর।

এই শো যে রীতিমতো বিগবসকে টেক্কা দেবে তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে, এই শো হোস্ট করবেন বিতর্কিত বলিউড তারকা কঙ্গনা রানাউত। কঙ্গনা একটি রিপোর্টের স্ক্রিনশট শেয়ার করতে ইনস্টাগ্রামে লগ ইন করে ক্যাপশনে জানান, “জীবনের প্রথম শো হোস্ট করতে যাচ্ছি, বস লেডি একতা কাপুরের জন্য”। কিন্তু তার কিছুক্ষণ পরেই পোস্টটি ডিলিট ও করে দেন বলি ক্যুইন। কারণ কথাতেই আছে যেখানেই বিতর্ক সেখানেই কঙ্গনা৷

একতা কাপুর Ekta Kapoor

আসলে শো সম্পর্কে কোনোও বিশদ বিবরণ না জেনেই এই বালখিল্যতা করেছিলেন বলি ক্যুইন। আর পোস্ট ডিলিট হওয়া মাত্রই ফের প্রশ্ন উঠছে তবে কি তিনি শো শুরুর আগেই বাদ পড়লেন? পোস্টের ক্যাপশন নিজেই নিজের ঢাক পিটিয়ে তিনি লিখেছিলেন , “এটা শোটাইম! এটা নাটকের সময়! আপনি উত্তেজিত তো? এটা তীব্র হতে যাচ্ছে।”

একতা কাপুর,কঙ্গনা রানাউত,অল্ট বালাজি,ekta kapoor,kangna ranaut,alt balaji,mx player,bigg boss

শোটির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। শো সম্প্ররকে সব তথ্যই এখনও অজানা। শোটির ঘোষণার পর থেকেই, শোনা যাচ্ছিল তাবড় তাবড় অভিনেত্রীদের সঞ্চালনা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। এর আগে জানা গেছে যে স্ট্রিমিং জায়ান্ট ALTBalaji এবং MX Player শিল্পা শেঠি, কারিনা কাপুর খান এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের মতো শীর্ষস্থানীয় বলিউড ডিভাদের সাথে আলোচনা করছে। ALTBalaji, যেটি 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ভারতে OTT সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং MX প্লেয়ারের সাথে তাদের সহযোগিতাকে উল্লিখিত শোটির মাধ্যমে একটি যুগান্তকারী বিষয়বস্তু কৌশল হিসাবে চিহ্নিত করা হচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥