২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। সারা বিশ্বেই মহা সমারহে পালিত হয় এই বিশেষ দিন। উদ্দেশ্য একটাই, যোগেই হোক রোগ-বিয়োগ। যোগের মাধ্যমেই সেরে উঠুক এ বিশ্ব। প্রাচীন ভারতে তখন ওষুধ মানক বস্তুটি ছিল বহু দূর কা বাত! শারীরিক এবং মানসিক ভাবে সেরে ওঠার অন্যতম বিশ্বাসযোগ্য মাধ্যম ছিল যোগ ব্যায়াম। সেই ভারতের দেখাদেখিই যোগা ছড়িয়ে পড়ে সারা বিশ্বেই। ধীরে ধীরে সেরে উঠতে থাকে বিশ্ব।
গতকাল যোগ দিবসে অভিনেতা অভিনেত্রীদের পোস্টে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়া। এই বিশেষ দিনে বলি ক্যুইন কঙ্গনা রানাউত (Kangna Ranaut) শেয়ার করলেন তার দিদির কঠিন দিনের অভিজ্ঞতার কথা। Acid আক্রমণের শিকার কঙ্গনার দিদি রঙ্গোলি। আর তারপর থেকে দিদির জীবন ভয়াবহ হয়ে গিয়েছিল, সেখান থেকে মুক্তির পথ হয়েছিল যোগা।
কঙ্গনা জানান, রঙ্গোলির তখন মাত্র ২১ বছর বয়স, এক ব্যক্তি তাঁর দিকে অ্যাসিড ছোড়ে। এর ফলে দিদির এক চোখের দৃষ্টি চলে যায় এক দিকের স্তন ও কান ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। ২-৩ বছর ধরে ৫৩টি অস্ত্রোপচার হয় তাঁর শরীরে। মানসিক যন্ত্রণায় কথা বলা বন্ধ করে দিয়েছিলেন রঙ্গোলি। কেবল শূন্যের দিকে তাকিয়ে থাকতেন।
এই ঘটনার পর রঙ্গোলির প্রেম টাও ভেঙে যায়। রঙ্গোলির এই ঘটনার পর তার চেহারা দেখে সেই সময়কার দিদির প্রেমিক তাকে বিয়ে করতে অস্বীকার করে। তখন ও ভেঙে পড়েননি রঙ্গোলি।
যোগার গুরুত্ব বোঝাতে গিয়ে ক্যুইন অভিনেত্রী বলেন, আমার তখন খুব বেশি হলে ১৯ বছর বয়স। আমার যোগ শিক্ষকের কাছে শরীরচর্চা করি নিয়মিত। আমি জোর করে দিদিকে নিয়ে যেতাম যোগ ব্যায়ামের প্রতিষ্ঠানে। তার পর থেকে ধীরে ধীরে দিদির মধ্যে পরিবর্তন লক্ষ্য করি।’ জানা যায়, যোগ ব্যায়াম করার ফলেই ধীরে ধীরে দৃষ্টি ফিরে পান কঙ্গনার দিদি।