• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যখন কোনো আশা ছিল না তুমি ছিলে, তোমার চেয়ে কোনো ঈশ্বর বড় নয়! বিবেকানন্দকে শ্রদ্ধা কঙ্গনার

Published on:

Kangna Ranaut Swami Vivekananda

আজ ১২ই জানুয়ারি অর্থাৎ স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda) -এর জন্মদিন, এই দিনটিকে জাতীয় যুব দিবস (National Yuva Day) বলা হয়। এই দিনটিকে ঘিরে সারাদিনই রাজনৈতিক দলগুলোর মধ্যে চলেছে জোরকদমে তরজা৷ তখন সবকিছুর উর্ধ্বে উঠে স্বামী বিবেকানন্দের প্রতি নিজের শ্রদ্ধা জানালেন বলিউডের ক্যুইন কঙ্গনা রানাউত (Kangna Ranaut)।

স্বামীজীকে স্মরণ করে তিনি নিজের ট্যুইটার হ্যান্ডেলে জানান, যখন অভিনেত্রীর জীবনে আর কোনো আশা ছিলনা তখন স্বামীজীই তাকে বাঁচার প্রেরণা জুগিয়েছেন৷ বলিউড ক্যুইন আর সমস্ত ভগবানের অস্তিত্ব অস্বীকার করে স্বামী বিবেকানন্দকেই এক এবং অদ্বিতীয় বলে স্বীকার করে লিখলেন,” আমার গুরু, আপনার থেকে কোনও মানুষ, কোনও ঈশ্বর বড় নয়। আপনি আমার সমস্ত কিছুর উৎস।”

Kangna Ranaut Swami Vivekananda

গোটা ২০২০ সাল জুড়েই কঙ্গনার উপর দিয়ে গিয়েছে অসংখ্য ঝড়ঝাপটা। কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানাউত (kangna ranaut) গত কয়েকমাস ধরেই লাগাতার উঠে এসেছে খবরের শিরোনামে। কাউকের ছেড়ে কথা বলেননা বলি-ক্যুইন। তার বিতর্কিত মন্তব্যের জেরে বহু সময়েই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। তার বিরুদ্ধে ইতিমধ্যেই দায়ের হয়েছে একাধিক মামলা। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তার বাড়িও। হয়ত এই সব বিপর্যয় থেকে স্বামী বিবেকান্দই তাকে মুক্তির পথ দেখিয়েছেন। আর তাইই মহাপুরুষের জন্মদিনে নিজের শ্রদ্ধা স্বামীজীর প্রতি উজার করে দিলেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥