• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ওটা ছবি নয় পর্ণোগ্রাফি! দীপিকার নতুন ছবি ‘গেহেরাইয়া’কে ‘জঞ্জাল’ বলে কটাক্ষ বলি ক্যুইন কঙ্গনার

Published on:

গেহেরাইয়া,দীপিকা পাড়ুকোন,কঙ্গনা রানাউত,Gehraiyaan,deepika Padukone,Kangna Ranaut

সবে মাত্র মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন অনন‍্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী ও ধৈর্য কারওয়ার বহুপ্রতীক্ষিত ছবি গেহেরাইয়া (Gehraiyaan) । বেশ দীর্ঘ দিন পর ছবিতে দেখা মিলেছে দীপিকার, স্বভাবতই দর্শকদের মধ্যে উত্তেজনা আকাশছোঁয়া। ভালোবাসার মরসুমে গত ১২ ই ফেব্রুয়ারী ওটিটি মাধ্যম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে এই ছবি। ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন দর্শকেরা।

তবে নেতিবাচক বিভিন্ন মন্তব্যও জুটেছে এই সিনেমার ঝুলিতে৷ অন্যরকম ভালোবাসার সমীকরণ নিয়ে তৈরি এই ছবি দর্শকদের মধ্যে বেশ বিরক্ত ও তৈরি করেছে। এবার এই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিলেন বলিউডের ক্যুইন কঙ্গনা রানাউত।
kangna ranaut house

বিতর্কিত মন্তব্যের জেরে বরাবরই শিরোনামে থাকেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাউত। সবসময়ই বিতর্কের শিরোমণি হয়ে থাকেন তিনি। যেকোনো বিষয়েই মত প্রকাশে তিনি সিদ্ধহস্ত। শিরোনাম থেকে সরতে চাননা কঙ্গনা, আর তাই-ই বিতর্ক হোক বা সমালোচনা কিছুর ভয়ই তার। সামাজিক হোক রাজনৈতিক যে কোনো বিষয়েই বিতর্কিত মন্তব্য করতে সিদ্ধহস্ত কঙ্গনা। যার জেরে একাধিক বার বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী।

গেহেরাইয়া,দীপিকা পাড়ুকোন,কঙ্গনা রানাউত,Gehraiyaan,deepika Padukone,Kangna Ranaut

স্বভাবতই গেহেরাইয়া ছবি সম্পর্কেও মতামত প্রকাশ করতে ছাড়েননি কঙ্গনা। এই ছবিকে কার্যত ‘পর্ণ ফিল্ম’ বলে কটাক্ষ করেছেন কঙ্গনা৷ তিনি ইন্সটা স্টোরিতে সাফ লিখেছেন, ‘ আমি নতুন প্রজন্মের মানুষ, এবং যথেষ্ট রোমান্স বুঝি। কিন্তু এইভাবে রোমান্সের নামে আবর্জনা বিক্রি করবেন না৷ খারাপ ছবিগুলো খারাপই। যত খুশিই শরীর বা পর্নোগ্রাফি দেখানো হোক না কেন, তা বাঁচানো যাবে না। এটিই আসল সত্য। ‘

গেহেরাইয়া,দীপিকা পাড়ুকোন,কঙ্গনা রানাউত,Gehraiyaan,deepika Padukone,Kangna Ranaut

কঙ্গনার মতো আরও একজন যিনি কখনোই কাউকে ছেড়ে কথা বলেন না তিনি হলেন স্বঘোষিত ফিল্ম সমালোচক কামাল আর খান। কেআরকেও এই ছবিকে সফট পর্ণ হিসেবে উল্লেখ করে করণ এবং দীপিকাকে ‘যৌনতার দেবতা’ ও ‘যৌনতার রানী’ বলে দাগিয়ে দিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥