সম্প্রতি ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ (Manikarnika: The Queen of Jhansi) এবং ‘পঙ্গা’ (Panga) ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Film Awards) পেয়েছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। চাঁচাছোলা বক্তব্যের জেরে মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে সে এই বলি-অভিনেত্রীর (Bollywood) নাম। এসবের মাঝেই ‘থালাইভী’ (Thalaivi) ছবির বিষয়ে মুখ খুলেছেন তিনি।
মঙ্গলবার মুম্বইয়ে (Mumbai) ‘থালাইভী’ ছবির ট্রেলার-লঞ্চ অনুষ্ঠানে (Trailer Launch Event) ব্যস্ত ছিলেন কঙ্গনা। তখনই ছবি সম্পর্কিত একটি ঘটনার উল্লেখ করেন তিনি। ছবির জন্য প্রথমে কঙ্গনাকে বেছে নিলেও অভিনেত্রীর দুর্বল তামিল (Tamil) বাচিকের কারণে তাঁকে বাদ দেন পরিচালক বিজয় (Vijay)। পাশাপাশি কোভিডের (Covid-19) কারণে ছবির শ্যুটিং পিছিয়ে যাওয়ায় কিভাবে সকলে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন, সে ঘটনাও জানান কঙ্গনা।
মুম্বইয়ে চারবারের জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী স্পষ্ট জানান, “এখনও আমার তামিল উচ্চারণ সুস্পষ্ট নয়। সংস্কৃতের মত তামিলও খুব কঠিন একটি ভাষা। ছবিটিতে হয়তো আমি অভিনয় করে ফেলেছি, কিন্তু এখনও সম্পূর্ণভাবে ভাষাটি রপ্ত করতে পারিনি।” পাশাপাশি শ্যুটিং চলাকালীন এলাহাবাদের একজন অভিনেত্রীর তামিল বাচনভঙ্গিতে মুগ্ধ হয়ে যে কঙ্গনাকে বাদ দিয়েছিলেন বিজয়, সে কথাও হাসতে হাসতে জানান কঙ্গনা।
থালাইভীর ইভেন্টে কঙ্গনা আরও জানান, “স্ক্রিপ্ট হাতে ধরিয়ে রনবিজয় স্যার আমাকে বলেন যে আমার অভিনয়ের অর্ধেক অংশ হচ্ছে আমার বাচিক। তাই স্পষ্ট তামিল বলতে না পারলে অভিনয়টাই মাটি হয়ে যাবে!” মজা করে কঙ্গনা বলেন, “আমি তো চেষ্টা করেছিলাম, কিন্তু এই মানুষটি (বিজয়) আমাকে বাদ দিয়েও দেন!” ইভেন্টে কঙ্গনার বাচনভঙ্গিতে হেসে ওঠেন উপস্থিত সকলেই।
তামিল রাজনীতির সবচেয়ে উল্লেখযোগ্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন জয়ললিতা (Jayalalithaa)। ভারতের অন্যতম খ্যাতনামা মহিলা রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে গিয়ে প্রথম থেকেই বেশ প্রস্তুতি নিতে হয় ‘ক্যুইন’-কে (Queen)। সূত্রের খবর, এ এল বিজয়ের (A L Vijay) পরিচালনায় ও বিজয়েন্দ্র প্রসাদের (Vijayendra Prasad) লেখনীতে ব্লকবাস্টার হতে চলেছে থালাইভী!
থালাইভীর ট্রেলার থেকেই স্পষ্ট যে, জয়ললিতার চরিত্রে অভিনয় করতে চলেছেন কঙ্গনা, পাশাপাশি রাজনীতিক এম জি রামচন্দ্রনের (M G Ramachandran) ভূমিকায় অভিনয় করছেন অরবিন্দ স্বামী (Arvind Swami) এবং করুণানিধির (Karunanidhi) চরিত্রে থাকবেন প্রকাশ রাজ (Prakash Raj)। তাছাড়া যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও ভাগ্যশ্রীও (Bhagyashree) থাকবেন বিশেষ চরিত্রে!