• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শৈশবে ফিরে গেলেন কঙ্গনা! ভাগ্নেকে নিয়ে কচিকাচাদের সাথে তুমুল নাচলেন বলি ক্যুইন

Kangna Ranaut

সুশান্ত সিং রাজপুতের (Sushant singh rajput) মৃত্যুর পর থেকেই সোশ্যাল সাইটে মুখ খুলেছেন কঙ্গনা রানাউত (Kangna ranaut)। বলিউড-ইন্ডাস্ট্রিতে (bollywood) স্বজনপোষণ (nepotism) হোক বা রুপোলি পর্দার ‘পরিবারতন্ত্র’, বারেবারে মুখ খুলেছেন কঙ্গনা। এমনকি বলিউডি ছবিতে স্বল্পবসনা অভিনেত্রীদের ব্যবহার করা নিয়েও মুখর হয়েছিলেন বলিউডের ‘ক্যুইন’। অর্থাৎ কঙ্গনা মানেই যেন বিতর্ক।

Kangna Ranaut

কিন্তু নতুন বছরে সম্পূর্ণ নতুন রূপে ধরা দিলেন অভিনেত্রী। নতুন বছরে যেন এক্কেবারে শৈশবে ফিরে গেলেন কঙ্গনা। ভাগ্নে পৃথ্বীরাজের সঙ্গে নাচে গানে মাতলেন তিনি। কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ভিডিয়ো শেয়ার করেন। ভিডিওতে দেখা যাচ্ছে সাদা রঙের গাউন, মাথায় গোলাপি ক্লিপ পরে কঙ্গনার বয়স যেন একলাফে কয়েকগুণ কমে গিয়েছে। ভাগ্নের পৃথ্বীরাজ এবং আরও কচিকাচাদের সঙ্গে মন খুলে সময় কাটালেন কঙ্গনা।

সম্প্রতি কঙ্গনার আসন্ন ছবি ‘থালাইভি’র শ্যুটিং শেষ হয়েছে। ছবিতে প্রয়াত নেত্রী জয়ললিতার ভূমিকায় দেখা যাবে তাকে। এবার তিনি ব্যস্ত হয়ে পড়েছেন তার পরবর্তী ছবি ‘ধাকড়’ এর শ্যুটিং নিয়ে। থালাইভির শ্যুটিং শেষ হতেই মুম্বই ফিরে আসেন অভিনেত্রী। মুম্বইতে গিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে হাজির হয়ে সোজা পুজো দিতে পৌঁছে যান অভিনেত্রী। মারাঠি পোশাকের সঙ্গে নাকে নাথনি পরে সিদ্ধি বিনায়ক মন্দিরে হাজির হন কঙ্গনা।

Kangna Ranaut

যদিও ‘মুম্বই’কে ‘পাক অধিকৃত কাশ্মীর’ বলার পরেও অভিনেত্রীর মুম্বইয়ের প্রতি এই ভালোবাসা দেখে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। মুম্বই থেকে তিনি সোজা ফিরে যান হিমাচল প্রদেশের মানালিতে। সেখানেই কচিকাচা বাড়ির লোকেদের সঙ্গে নতুন বছর উদযাপন করেন কঙ্গনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥