নাহ রেহাই মিলল না। বেশ খানিকটা খারাপ সময়ের মধ্যে দিয়েই যেন চলছেন বলি ক্যুইন। এবার করোনায় আক্রান্ত কঙ্গনা রানাউত (Kangna Ranaut)। ইন্সটাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অভিনেত্রী। আপাতত নিভৃতবাসেই রয়েছেন ক্যুইন। তবে করোনাকে খুব একটা পাত্তা দিতে রাজি নন কঙ্গনা।
করোনাকে একটি সামান্য ফ্লু হিসেবে বর্ণনা করে কঙ্গনা জানান, তিনি নিজেই এই করোনাকে ধ্বংস করে দেবেন। সাথে একটি ছবিও শেয়ার করেন বলি ক্যুইন যেখানে তাকে ধ্যানমগ্ন অবস্থায় দেখা যায়। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘গত কয়েকদিন ধরে চোখে সামান্য জ্বালা অনুভব করছিলাম, ক্লান্ত এবং দুর্বলও লাগছিল। ভাবছিলাম হিমাচল যাব, কিন্তু পরীক্ষা করানোর পর আমার রিপোর্ট পজেটিভ আসে।’
View this post on Instagram
কঙ্গনা আরও লেখেন, “আমি নিজেকে আলাদাই রেখেছিলাম। আমার ধারণাই ছিলনা যে এই ভাইরাস আমার শরীরে বাদা বেঁধেছে। কিন্তু আমি জানি যে, আমি একে খতম করে দেব। আপনাদেরও আবেদন করছি, করোনাকে শরীরে আধিপত্য বিস্তার করতে দেবেন না। যদি আপনি ভয় পান, তবে এটি আরও ভয় দেখাবে। এটি একটি ছোট্ট ফ্লু ছাড়া কিছুই নয়।”
প্রসঙ্গত, কঙ্গনা রানাউতের টুইটার হ্যান্ডেলটি আপত্তিজনক বক্তব্যের কারণে সম্প্রতি স্থগিত করা হয়েছে। এখন কঙ্গনা তার ভক্তদের সাথে ইনস্টাগ্রামের মাধ্যমে সংযুক্ত আছেন। পশ্চিমবঙ্গে মানুষকে উস্কে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়, যার কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।