• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

“আমি তোমার পাশে থাকতে পারিনি”! সুশান্তের জন্মদিনে প্রয়াত অভিনেতার কাছে ক্ষমা চেয়ে নিলেন কঙ্গনা

Published on:

Kangna Ranaut Sushant Singh Rajput

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মারা গেছেন তাও প্রায় ৭ মাস হতে চলল। গত বছরের ১৪ই জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে রহস্যজনকভাবে অভিনেতার মৃতদেহ উদ্ধার হয়। তারপর থেকে সোশ্যাল মাধ্যমে সুশান্ত ভক্তদের আতিশয্যে #জাস্টিসফরএসএসআর (#JusticeForSSR) ট্রেন্ডে এলেও লাভ হয়নি কিছুই। বৃহস্পতিবার অর্থাৎ ২১শে জানুয়ারি অভিনেতার ৩৫তম জন্মদিন পালন চলছে গোটা ফেসবুক-ইনস্টাগ্রাম-ট্যুইটার জুড়ে। তবুও তার মাঝে বিষণ্ণ সুশান্তের পরিবার। কবে মিলবে বিচার, ঠিক নেই কিছুরই। মৃত্যুর ৭ মাস পরেও যেভাবে চার্জশিট গঠনে ব্যর্থ সিবিআই (CBI), তাতে কেন্দ্রীয় সংস্থার কার্যকলাপের বিষয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

২১শে জানুযারিকে সোশ্যাল মিডিয়ায় ‘সুশান্ত ডে’ (Shushant Day) হিসেবে পালন করছেন ভক্তরা। যদিও এসবের মাঝেই পুনরায় ভাইরাল হয়েছে কঙ্গনার (Kangna Ranaut) একটি পুরোনো ভিডিও যেখানে সুশান্তের মৃত্যুকে কঙ্গনা ‘আত্মহত্যা’-এর বদলে বলছেন ‘খুন’। বলিতারকাদের মধ্যে সর্বপ্রথম কঙ্গনাই সুশান্তের মৃত্যুকে রহস্যময় ও খুন হিসেবে উপস্থাপিত করেন সকলের সামনে। বলি-সূত্রের মতে, কঙ্গনাই প্রথম জানান যে কিভাবে ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ চূড়ান্ত সফল হওয়ার পর কোণঠাসা হয়ে পড়েন সুশান্ত। এ প্রসঙ্গে ‘নেপটিজম কন্ট্রোভার্সি’ বা ‘স্বজনপোষণ বিতর্ক’ তুলে আনেন কঙ্গনা, যার ফলে উথালপাথাল হয় বলিপাড়া।

সুশান্তের জন্মদিনে পুনরায় সরব হলেন কঙ্গনা। বৃহস্পতিবার ট্যুইটারে অভিনেত্রী লেখেন : “প্রিয় সুশান্ত, মুভি-মাফিয়ারা তোমাকে যথেষ্ট কষ্ট দিয়েছে, এ প্রসঙ্গে সোশ্যাল মঞ্চে বহুবার তুমি সাহায্য চাইলেও আমি তোমার পাশে ছিলাম না। তখন যদি বুঝতাম যে এই অত্যাচার সওয়ার মত ক্ষমতা তোমার মধ্যে নেই তাহলে অবশ্যই আমি তোমার পাশে দাঁড়াতাম। আমাকে ক্ষমা কোরো সুশান্ত। শুভ জন্মদিন, জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা।”

পাশাপাশি কঙ্গনা আরও জানান, “ইয়াশ রাজ ফিল্মস ও ধর্মাটিক প্রোডাকশনের কারণে কিভাবে সুশান্তকে একঘরে করে ফেলার ষড়যন্ত্র হয়, তা আমরা সকলেই জানি।” যে প্রসঙ্গে সিবিআইয়ের দ্রুত পদক্ষেপের দাবি জানান কঙ্গনা। অভিনেত্রীর মতে, “সুশান্ত একজন উদাহরণ। ওর মতো মনখোলা ও প্রাণবন্ত হন। জীবনে যাই হোক না কেন, হাসিমুখে সামলান আর জীবনকে উদযাপন করুন।” যদিও অধিকাংশ নেটিজেনদের মতে, সুশান্তের জন্মদিনকে লক্ষ্য করে কঙ্গনা নিজের প্রচার বাড়িয়ে নিতে চাইছেন যেরকম তিনি করেছিলেন এসএসআর-এর মৃত্যুর সময়ে!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥