• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিড়ি খাওয়া, যৌনতা শিখছে আলিয়ার ছবি থেকে! ছোট্ট ‘গাঙ্গুবাঈ’কেও ছেড়ে কথা বললেন না কঙ্গনা

কিয়ারা,কঙ্গনা রানাউত,Kangna Ranaut,গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি,বাচ্চা,খুদে,মেয়ে,আলিয়া ভাট,Gangubai kathiawadi,alia bhatt,baby,Viral video

কঙ্গনা রানাউতকে (Kangna Ranaut) সন্তুষ্ট করা বেশ কঠিন কাজ। সবসময়ই বিভিন্ন বিষয় নিয়ে নিন্দায় সরব হন কঙ্গনা। যেকোনো বিষয়েই মত প্রকাশে তিনি সিদ্ধহস্ত। শিরোনাম থেকে সরতে চাননা কঙ্গনা, আর তাই-ই বিতর্ক হোক বা সমালোচনা কিছুর ভয়ই তার নেই। যার জেরে একাধিক বার বিতর্কের মুখেও পড়েছেন বলিউডের স্বঘোষিত ক্যুইন।

দিন কয়েক আগেই দীপিকার বহু প্রতীক্ষিত ছবি গেহেরাইয়াকে ‘পর্ণ ছবি ‘ বলে উল্লেখ করেছিলেন কঙ্গনা। এবার তার নিশানা হল আলিয়া ভাটের ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি’৷ সম্প্রতি মুক্তি পেয়েছে বহুপ্রতীক্ষিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)’ ছবির ট্রেলার। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট৷

কিয়ারা,কঙ্গনা রানাউত,Kangna Ranaut,গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি,বাচ্চা,খুদে,মেয়ে,আলিয়া ভাট,Gangubai kathiawadi,alia bhatt,baby,Viral video

যেই ধাঁচের অভিনয়ে আলিয়াকে এতদিন পর্যন্ত দেখা গিয়েছে গাঙ্গুবাঈ তার থেকে এক্কেবারে আলাদা। গুজরাটের কাথিয়াওয়ারের বাসিন্দা গাঙ্গুবাঈয়ের লড়াইটা শুরু হয়েছিল সেই ১৬ বছর বয়স থেকে। অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতো যেই মেয়েটা এই নোংরা পুরুষতান্ত্রিক সমাজ তাকে বানিয়ে ছাড়লো পতিতা। গাঙ্গুবাঈয়ের জীবনের এই কঠিন লড়াইয়ের গল্পই ফুটে উঠবে সিনেমা জুড়ে।

Alia Bhatt আলিয়া ভাট Gangubai Kathiawadi

স্বভাবতই একজন পতিতার চরিত্রে অভিনয় করতে গিয়ে আলিয়াকে বেশ কিছু কড়া সংলাপ বলতে শোনা গিয়েছে৷ তার সাজ পোশাকেও কিন্তু বেশ ভিন্নতা লক্ষ্য করা গিয়েছে। এমনকি, গাঙ্গুবাঈয়ের লুক প্রকাশ্যে আসার পর থেকেই আলিয়াকে নিয়ে তুমুল মাতামাতি শুরু হয়েছে।

কিয়ারা,কঙ্গনা রানাউত,Kangna Ranaut,গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি,বাচ্চা,খুদে,মেয়ে,আলিয়া ভাট,Gangubai kathiawadi,alia bhatt,baby,Viral video

তার ছবি মুক্তির আগেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল কিয়ারা নামক এক খুদের ভিডিও৷ যে একেবারে গাঙ্গুবাঈয়ের ‘বেশ’ ধরে অভিনেত্রীর ডায়লগে ঠোঁট মিলিয়েছে। তার অভিনয়ের দক্ষতা দেখে অনেকেই তাকে ‘ছোট গাঙ্গুবাঈ ‘ বলেও অভিহিত করেছেন। কিন্তু এই খুদেকে দেখে বেজায় চটেছেন কঙ্গনা।

তার বক্তব্য, ছবিতে আলিয়া একজন পতিতা তার চরিত্র ফুটিয়ে তোলার জন্য ছবিতে করা হয়েছে অশ্লীল শব্দের ব্যবহার। তাই কঙ্গনার প্রশ্ন, ‘দেশ জুড়ে শত শত শিশুকে যেখানে যৌন হেনস্থা করা হয়, সেখানে বিড়ি মুখে নিয়ে অশ্লীল সংলাপ বলছেন, এমন এক জন যৌনকর্মীর চরিত্রের অংশ কি এক শিশুর অনুকরণ করা উচিত?’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥