• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টুইটারে ব্যান কঙ্গনা! তাই ইনস্টাগ্রামেই শেয়ার করলেন ‘থালাইভি’ সিনেমার রোমান্টিক গানের টীজার

বেশ কিছুদিন ধরেই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার (Jayalalithaa) জীবনীর ওপর নির্মিত ছবি ‘থালাইভি’ (Thalaivi) কে কেন্দ্র করে শিরোনামে রয়েছেন বলিউড ক্যুইন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে সিনেমা হল বন্ধ থাকায় মাঝে শোনা যাচ্ছিল ছবিটি ওটিটিতে মুক্তি পেতে পারে। কিন্তু কঙ্গনা রাজি হননি। সেসময় অভিনেত্রী সাফ জানিয়ে দেন ‘আইকনিক এক চরিত্রের গল্প বিগ স্ক্রিনেরই দাবি রাখে।’

অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দাতেই মুক্তি পেতে চলেছে পরিচালক এ. এল. বিজয় পরিচলিত এই আইকনিক ছবিটি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি মুক্তির দিনক্ষণ জানিয়ে কঙ্গনা লিখেছিলেন, ‘একজন আদর্শবান ব্যক্তিত্বকে দর্শকরা যেন বড় পর্দায় দেখতে পারেন। আগামী ১০ সেপ্টেম্বর আপনার কাছের সিনেমাহলেই দেখতে পাবেন থালাইভিকে। থালাইভি অর্থাৎ নেত্রী, ফের একবার ঢুকে পড়তে চলেছেন রুপোলি পর্দার জগতে। যেখানে একটা সময়ে তিনিই বিরাজ করতেন।’

   

Jayalalithaa,জয়ললিতা,Thalaivi,থালাইভি,Kangana Ranaut,কঙ্গনা রানাওয়াত,Romantic Song,রোমান্টিক গান,Teaser,টীজার

ছবি প্রসঙ্গে ‘থালাইভি’ ছবির প্রযোজক বিষ্ণুবর্ধন ইন্দুরি বলেছেন, ‘নেত্রীর জীবনে অভিজ্ঞতার মাধ্যমে তার পরতে পরতে রয়েছে টুইস্ট। যখন দেশের সব সিনেমাহলগুলো ফের নতুন করে খুলবে, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি নেত্রীর অনুরাগীরা তাঁকে দেখার জন্য সিনেমাহলগুলো ভরিয়ে দেবে। এটাই সেরা উপায় আমাদের দেশের একজন মহান এবং কিংবদন্তি বিপ্লবী নেত্রীকে শ্রদ্ধা জানানোর।’

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

অনেক দিন আগেই টুইটার কতৃপক্ষ ব্যান করেছে কঙ্গনা কে। তাই এই সিনেমার অন্যতম একটি রোমান্টিক গান ‘তেরি আঁখো মে কেয়া হ্যায়’-এর ছোট্ট একটি টীজার ইনস্টাগ্রামেই শেয়ার করেছেন কঙ্গনা। এই গানে কঙ্গনা কে দেখা যাচ্ছে জয় ললিতার ভূমিকায়। আর এমজিআর-এর ভূমিকায় দেখা যাচ্ছে অরবিন্দ স্বামীকে।

গানের টাকার দেখে কয়েক মুহূর্তের জন্য হলেও দর্শকরা যে ৭০-৮০-র দশকের সিনেমার স্বর্ণ যুগে হারিয়ে যাবেন তা বলাই বাহুল্য।পর্দায় দুজনের মধ্যে দারুণ কেমিস্ট্রি দেখে ইতিমধ্যেই বেশ উচ্ছসিত নেটিজেনরা। তবে ভিডিওটির ক্যাপশনে কঙ্গনা জানিয়েছেন আগামী ৩০ আগস্ট অর্থাৎ সোমবার এই গানের সম্পূর্ণ ভিডিওটি মুক্তি পাবে।