বলিউডে (Bollywood) গসিপের অভাব নেই বলি তারকাদের অনেকেরই বা বলতে গেলে সকলকে নিয়েই রয়েছে গসিপ। অভিনেতা ঋত্বিক রোশান (Hrittick Roshan) ও অভিনেত্রী কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) নিয়েও রয়েছে গসিপ। একসময় কঙ্গনার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ঋত্বিক রোশন। তবে দুজনের সম্পর্ক টেকেনি, ব্রেকআপ হয়ে যায়।
এরপর হৃতিক ভারতীয় দণ্ডবিধির ধারা ৪9৯ এবং তথ্য প্রযুক্তি আইনের (66 (সি) ও (66 (ডি) ধারায় অভিযোগ দায়ের করেছিলেন। ঋত্বিকের মতে ২০১৩ থেকে ২০১৪ কঙ্গনার ইমেল অ্যাকাউন্ট থেকে তিনি অসংখ্য ইমেল পেয়েছিলেন৷অভিনেতা ২০১৬ সালে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে সাইবার সেলে এফআইআর করেন। সেই এফআইআর সাইবার সেল থেকে ক্রাইম ব্রাঞ্চের ক্রাইম ইনটিলিজেন্স ইউনিট পাঠিয়ে দেওয়া হয়েছে।
ঋত্বিক রোশনের আইনজীবীর মতে, ‘আমার ক্লায়েন্ট শীর্ষ পুলিশ আধিকারিকদের সাথেও দেখা করেছিলেন যখন তিনি সমস্ত ঘটনা পুনর্ব্যক্ত করেন। তখন তাকে এবং তার পরিবারের জন্য যে অপমানজনিত আঘাত হয়েছিল সে সম্পর্কে তাদের অবহিত করেন। সময় মতো তদন্তের জন্য তিনি অনুরোধ করেন। তবে আজ অবধি তদন্তে কোন অগ্রগতি হয়নি এমনকি পূর্বোক্ত মামলাটিও এখনও বিচারাধীন রয়েছে। তাই দয়া করে এই বিষয়টি পুনরায় যথাযথ তদন্তের জন্য অনুরোধ করছি।’
এই খবরের প্রতিক্রিয়া হিসাবে অভিনেত্রী কঙ্গনা তার টুইটারে টুইট করেছেন। টুইটে কঙ্গনা লিখেছেন, ‘আবার শুরু হল সেই গল্প। আমাদের ব্রেকআপ হয়ে আর তার বিবাহ বিচ্ছেদ হয়ে বহুবছর কেটে গিয়েছে। কিন্তু এখনো সে জীবনে এগিয়ে যেতে পারেনি। বিবাহ বিচ্ছেদের পরে অন্য কোনো মহিলাকে ডেটিং করতেও অস্বীকার করছে সে। যখন আমি সাহস জোগাড় করে আশা খুঁজে পাচ্ছি তখনি সে আবার সেই পুরোনো বিষয় নিয়ে কান্নাকাটি শুরু করেছে।’ এরপর শেষে কঙ্গনা লিখেছেন, ‘আর কতদিন এইভাবে চলবে এই কান্নাকাটি ছোট বিষয় নিয়ে!’
His sob story starts again, so many years since our break up and his divorce but he refuses to move on, refuses to date any woman, just when I gather courage to find some hope in my personal life he starts the same drama again, @iHrithik kab tak royega ek chote se affair keliye? https://t.co/qh6pYkpsIP
— Kangana Ranaut (@KanganaTeam) December 14, 2020