• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকা দিলেও নাচবো না! ফ্লপের বাজারে কোটি টাকার প্রস্তাব ছুঁড়ে ফেললেন কঙ্গনা

কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এমন একজন অভিনেত্রী (Bollywood actress) যাকে নিয়ে চর্চা লেগেই থাকে। তিনি বলিউডের এমন একজন ব্যক্তিত্ব নিজের মনের কথা প্রকাশ্যে বলতে একেবারেই ভয় পান না। যা নিয়ে বহুবার কটাক্ষও শুনতে হয়েছে তাঁকে। কিন্তু তাতে ‘ক্যুইন’এর কিছু যায় আসে না। নিজের মত প্রকাশ্যে রাখেনই তিনি।

কঙ্গনা এমন একজন শিল্পী যিনি সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র নিজের জীবনের নানান মুহূর্তের ছবি, ভিডিও শেয়ার করেন না। বরং সেখানে নিজের ভাবনা, মতের কথাও বলেন। সম্প্রতি যেমন অভিনেত্রী জানিয়েছেন, যত মোটা টাকাই দেওয়া হোক না কেন তিনি লোকের বিয়েতে গিয়ে নাচবেন না।

   

Kangana Ranaut,Kangana Ranaut on dance at wedding,Kangana Ranaut on dance at private party,Kangana Ranaut dance,Bollywood,entertainment,কঙ্গনা রানাউত,বলিউড,বিনোদন,কঙ্গনা রানাউতের নাচ

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। সেখানে দেখা যাচ্ছে গায়িকা আশা ভোঁসলে তাঁর দিদি অর্থাৎ কিংবদন্তি লতা মঙ্গেশকরের সম্বন্ধে কথা বলছেন। গায়িকা বলেন, তাঁর দিদিকে একবার ১ মিলিয়ন ডলারের বিনিময়ে ২ ঘণ্টার জন্য একটি বিয়েবাড়িতে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু লতাজি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। সেই সঙ্গেই জানিয়ে দেন, ৫ মিলিয়ন ডলার দিলেও তিনি যাবেন না।

Kangana Ranaut dancing

লতাজির এই কাজের সঙ্গেই নিজের মিল খুঁজে পান কঙ্গনা। অভিনেত্রী বলেন, তাঁকে মোটা টাকা দেওয়া হলেও তিনি কোনও দিন কোনও বিয়েবাড়ি বা পার্টিতে গিয়ে নাচবেন না। তাঁর ছবিতে ‘লন্ডন ঠুমকদা’, ‘সাড্ডি গলি’র মতো নাচের গান থাকলেও তিনি টাকার বিনিময়ে অনুষ্ঠানবাড়িতে গিয়ে নাচা একেবারেই পছন্দ করেন না।

Kangana Ranaut

লতাজির সম্বন্ধে আশাজির কথা বলার সেই ভিডিও শেয়ার করে কঙ্গনা ইনস্টা স্টোরিতে লেখেন, ‘সহমত। আমিও কখনও বিয়েবাড়ি কিংবা প্রাইভেট পার্টিতে নাচিনি। যদিও আমার ছবিতেই সবচেয়ে জনপ্রিয় গানগুলি রয়েছে। আকাশছোঁয়া টাকা অফার করা হলেও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েহি। এই ভিডিওটি দেখে খুব ভালোলাগছে। লতাজি সত্যিই অনেক দিক থেকে অনুপ্রাণিত করেন’।

Kangana Ranaut on dancing at weddings and provate parties

কঙ্গনার কাজের দিক থেকে বলা হলে, এই মুহূর্তে তিনি ‘এমার্জেন্সি’ ছবিটি নিয়ে ব্যস্ত আছেন। এই ছবিতে ভারতর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে ‘ক্যুইন’কে। ‘এমার্জেন্সি’তে কঙ্গনা ছাড়াও অনুপম খের, মিলিন্দ সোমন, ‘শ্রেয়স তালপাড়ে, ভূমিকা চাওলা, মহিমা চৌধুরীর মতো একাধিক নামী শিল্পী অভিনয় করেছেন।