• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সব নাটক, মিস্টার পারফেকশনিস্ট আমির খানের প্ল্যানিং! ‘লাল সিং চাড্ডা’ প্রসঙ্গে বিস্ফোরক কঙ্গনা

Updated on:

Kangana Ranaut says Aamir Khan is the mastermind of boycott Laal Singh Chaddha trend

আমির খান (Aamir Khan) এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র প্রচার করছেন। তবে ছবির প্রচারের মাঝেই ছবি নিয়ে বেশ চিন্তায় পড়েছেন অভিনেতা। কারণ গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ট্রেন্ড করছে ‘বয়কট লাল সিং চাড্ডা’ (Boycott Laal Singh Chaddha)। তা দেখেই চিন্তায় পড়েছেন ছবির কলাকুশলীরা। তবে এবার বলিউডের নামী অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) জানিয়েছেন, এই ট্রেন্ড নাকি নকল। সব প্ল্যানই নাকি অভিনেতার বানানো।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে কঙ্গনা দাবি করেছেন, আমির মাস্টারমাইন্ড। ‘বয়কট লাল সিং চাড্ডা’ ট্রেন্ড আসলে ওঁনারই মস্তিষ্কপ্রসূত। অভিনেত্রীর দাবি, ছবির আশেপাশে যে নেগেটিভিটি হচ্ছে, তা আসলে বলিউড সুপারস্টারের প্ল্যান করা।

Kangana Ranaut speaking

কঙ্গনা লিখেছেন, ‘এই বছর কোনও হিন্দি সিনেমা চলেনি (শুধুমাত্র একটি কমেডি সিক্যুয়েল ভুল ভুলাইয়া ২ বাদে)। শুধুমাত্র দক্ষিণ ভারতীয় সিনেমা ভারতীয় সংস্কৃতি এবং স্থানীয় ফ্লেভারের কারণে চলেছে। হলিউড সিনেমার রিমেক এখন আর চলবে না। এগুলি এখন ভারতকে অসহিষ্ণু করবে’।

শুধু এটকুতেই থামেননি বলিউডের ক্যুইন। অভিনেত্রী লিখেছেন, ‘হিন্দি ছবির দর্শকদের ধাক্কা দেওয়া প্রয়োজন। এটা হিন্দু-মুসলিমের বিষয়ে নয়। এমনকি আমিরের হিন্দুফোবিক সিনেমা ‘পিকে’ বানানো বা ভারতকে অসহিষ্ণু করে দেওয়া সত্ত্বেও উনি হিট ছবি দিয়েছেন। ধর্ম কিংবা বিচারধারার সঙ্গে বিষয়টিকে জোড়া বন্ধ করুন। এগুলি ওনার খারাপ অভিনয় কিংবা বাজে ছবির দিক থেকে দর্শকদের মন সরিয়ে দেয়’।

Aamir Khan sad

গত কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে আমির খান অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। তাঁর একটি পুরনো বক্তব্যের কারণে অভিনেতার ছবিকে বয়কটের ডাক দিয়েছেন দর্শকরা। আমির তখন বলেছিলেন, তাঁর তৎকালীন স্ত্রী কিরণ রাও নাকি ভারতে সুরক্ষিত বোধ করেন না। যে কারণে ফের বেজায় চটে গিয়েছেন দর্শকরা।

Laal Singh Chaddha

আগামী ১১ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে আমির খান, করিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। অভিনেতা অবশ্য  তাঁর ছবি বয়কট না করার জন্য দর্শকদের কাছে অনুরোধ করেছেন। এবার দেখার দর্শকরা ‘মিস্টার পারফেকশনিস্ট’এর সেই অনুরোধ রাখেন কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥