• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলে দেখলেই পিটিয়ে দেন কঙ্গনা! প্রথমবার বিয়ে না হওয়ার আসল কারণ জানালেন বলিউড ক্যুইন

Published on:

কঙ্গনা রানাওয়াত,Kangana Ranaut,অর্জুন রামপাল,Arjun Rampal,ধকড়,Marriage,বিয়ে,Dhaakad

বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। রাজনৈতিক হোক কিংবা সামাজিক যে কোনো বিষয়ে বিতর্কিত মন্তব্য করে মাঝেমধ্যেই শিরোনামে আসেন অভিনেত্রী। আড়ালে তাকে নিয়ে নিন্দুকরা মাঝে মধ্যেই সমালোচনা করে থাকেন। তবে চুপ করে থাকেন না কঙ্গনা নিজেও। বরাবরই মুখের ওপর সপাটে জবাব দেন অভিনেত্রী। সামনেই মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনা অভিনীত সিনেমা ‘ধকড়’।

চলতি মাসেই অর্থাৎ ২০ মে মুক্তি পেতে চলেছে কঙ্গনা অভিনীত বহু প্রতিক্ষীত সিনেমা ‘ধকড়’(Dhakad)। বর্তমানে এই ছবির প্রচারে তুমুল ব্যস্ত অভিনেত্রী। ছবির ট্রেলার এবং গান ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। তবে সম্প্রতি অভিনেত্রীর সিনেমা ছাড়াও আরও একটি বিষয় নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। সেটি হল বলিউড অভিনেত্রীর বিয়ের গুঞ্জন।

Kangana Ranaut Angry

সোশ্যাল মিডিয়ায় চোখ পড়লেই ঘুরে ফিরে আসছে একটিই প্রশ্ন। কেন বিয়ে করছেন না কঙ্গনা?সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ঘুরতে ঘুরতে এই খবর গিয়ে পৌঁছায় খোদ বলি অভিনেত্রীর কানে। এরপর তিনি নিজেই জানিয়েছেন কেন তার বিয়ে হচ্ছে না। আসলে কঙ্গনাকে নিয়ে গুজব রটেছে কঙ্গনা তার চারপাশে ছেলেদের ঘেঁষতে দেন না।

কঙ্গনা রানাওয়াত,Kangana Ranaut,অর্জুন রামপাল,Arjun Rampal,ধকড়,Marriage,বিয়ে,Dhaakad

এ প্রসঙ্গে কঙ্গনা নিজেই জানিয়েছেন কেন তার বিয়ে হচ্ছে না। সম্প্রতি এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন কঙ্গনা। এ প্রসঙ্গে পাল্টা প্রশ্ন করে অভিনেত্রী জানতে চান, “কী করে আমার বিয়ে হবে বলুন? লোকে যদি আমার ব্যাপারে আগে থেকেই এই ধরনের কথা রটিয়ে বেড়ান! আমি নাকি ছেলেদের পেটাই। সেই জন্যই নাকি আমার বিয়ে হচ্ছে না। এ সব রটছে চারদিকে।”

কঙ্গনা রানাওয়াত,Kangana Ranaut,অর্জুন রামপাল,Arjun Rampal,ধকড়,Marriage,বিয়ে,Dhaakad

প্রসঙ্গত কঙ্গনা অভিনীত এই ‘ধকড়’ সিনেমাটি পরিচালনা করেছেন রজনীশ ঘাই। এই সিনেমায় কঙ্গনার সাথেই দেখা যাবে অভিনেতা অর্জুন রামপালকে (Arjun Rampal)। অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে তাঁর। কন্ট্রোভার্সি ক্যুইন কে দরাজ সার্টিফিকেট দিয়ে অভিনেতা বলেছেন ‘আমি একটাই কথা বলতে চাই, যে কঙ্গনা একজন অসাধারণ অভিনেত্রী। ও যাই করে নিজের চরিত্রের খাতিরে। বাস্তব জীবনে কঙ্গনা সেরকম মানুষ নন। খুব মিষ্টি মানুষ।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥