• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঝুলিতে একের পর এক ফ্লপ, মান বাঁচাতে ইন্দিরা গান্ধী সাজলেন কঙ্গনা! রইল ‘এমার্জেন্সি’ টিজার ভিডিও

একেবারে যেন স্বয়ং ইন্দিরা গান্ধী (Indira Gandhi)। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে যে কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) দেখা যাবে তা আগেই জানা গিয়েছিল। ‘এমার্জেন্সি’ (Emergency) সিনেমায় তাঁর লুক প্রকাশ্যে আসার জন্যেও অপেক্ষা করছিলেন দর্শকরা। অবশেষে ইন্দিরা বেশে জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীর লুক প্রকাশ্যে এসেছে। যা দেখে একেবারে মুগ্ধ হয়েছেন দর্শকরা। কেউ কেউ তো এও বলছেন, কঙ্গনা নাকি ইন্দিরা গান্ধী তা বোঝা দায় হয়ে গিয়েছে। অনেকের আবার মত, পরপর ফ্লপ ছবির পর এবার ইন্দিরা গান্ধী হিসেবে চমক দিতে আসছেন তিনি।

১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ পর্যন্ত ভারতে জরুরি অবস্থা জারি করা ছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কঙ্গনার ছবিতে সেই সময়কালকেই তুলে ধরা হবে। ছবিতে নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি পরিচালনা এবং প্রযোজনাও করছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী নিজে। বৃহস্পতিবার ‘এমার্জেন্সি’র টিজার প্রকাশ্যে এসেছে। যা দেখে বোঝা যাচ্ছে, ফের নিজের পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মন জয় করার জন্য তৈরি বলিপাড়ার ‘ক্যুইন’।

   

Kangana Ranaut,Emergency movie teaser,Kangana Ranaut as Indira Gandhi,bollywood,entertainment,কঙ্গনা রানাউত,এমার্জেন্সি সিনেমার টিজার,ইন্দিরা গান্ধী হিসেবে কঙ্গনা রানাউত,বলিউড,বিনোদন

‘এমার্জেন্সি’র টিজারের শুরুতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি একটি ফোন ধরার পর একটি বড় অফিসের দিকে হেঁটে যাচ্ছেন। সেই ঘরে একজন মহিলা কিছু ফাইলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেই ব্যক্তি সংশ্লিষ্ট মহিলাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন, আমেরিকার রাষ্ট্রপতি জিজ্ঞেস করছেন তাঁকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করতে পারবেন কিনা। জবাবে সেই মহিলা বলেন, ‘ঠিক আছে। আমেরিকার রাষ্ট্রপতিকে বলে দিন আমায় আমার দফতরের প্রত্যেকে ম্যাডাম নয়, স্যার বলে সম্বোধন করে’।

ফাইলের দিকে তাকিয়ে থাকা সেই মহিলাই হলেন কঙ্গনা। জবাব দেওয়ার সময় যখন তাঁর মুখ দেখানো হয়, তখন ইন্দিরা বেশে অভিনেত্রীকে দেখা যায়। যা দেখে সত্যিই বোঝা দায়, তিনি কঙ্গনা নাকি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। অবশ্য শুধুমাত্র নিজের লুকের ওপরই নয়, এই ছবির জন্য কঙ্গনা নিজের গলার স্বরের ওপরও বেশ কাজ করেছেন। সেটিও ইন্দিরার মতোই শোনাচ্ছে।

‘এমার্জেন্সি’ ছবিতে ইন্দিরার লুকে যাতে তাঁকে বিশ্বাসযোগ্য লাগে, সেই কারণে হলিউড থেকে প্রস্থেটিক মেক আপ আর্টিস্টকে নিয়ে এসেছিলেন কঙ্গনা। অস্কারজয়ী প্রস্থেটিক মেক আপ আর্টিস্ট ডেভিড মালিনস্কি কঙ্গনাকে যথাযথভাবে পর্দায় ইন্দিরা হয়ে উঠতে সাহায্য করেছেন।

‘এমার্জেন্সি’ ছবিতে ইন্দিরার লুকে যাতে তাঁকে বিশ্বাসযোগ্য লাগে, সেই কারণে হলিউড থেকে প্রস্থেটিক মেক আপ আর্টিস্টকে নিয়ে এসেছিলেন কঙ্গনা। অস্কারজয়ী প্রস্থেটিক মেক আপ আর্টিস্ট ডেভিড মালিনস্কি কঙ্গনাকে যথাযথভাবে পর্দায় ইন্দিরা হয়ে উঠতে সাহায্য করেছেন।

 

বলিউডের ‘ক্যুইন’এর আসন্ন ছবিতে তাঁকে দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরাও। একজন যেমন লিখেছেন, ‘প্রত্যেকবারের মতোই এবারও দুর্দান্ত পারফর্ম করেছেন। প্রত্যেকটি জিনিস দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আরও দেখার জন্য মুখিয়ে রয়েছি’। আর একজন আবার লিখেছেন, ‘ওমা! যেভাবে উনি কথা বলছেন, ওনার এক্সপ্রেশন দেখো। কোনও দ্বিধা নেই উনি বলিউডের সেরা অভিনেত্রী। ক্যুইন রকস। মনে হচ্ছে ইন্দিরা ম্যামকে দেখছি। অভিনয়ের জন্য ফের একটি জাতীয় পুরস্কার পেতে চলেছেন তিনি’।

site