• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জামা কেনারও টাকা ছিল না! এই কাজ করে জাতীয় পুরস্কারের মঞ্চে হাজির হয়েছিলেন কঙ্গনা

বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত (kangana ranaut), তাকে বলিউডের কুইনও বলা হয়। সুশান্ত সিং রাজপুতের (Sushant singh rajput) মৃত্যুর পর থেকেই সোশ্যাল নেটওয়ার্কে সরব হয়েছিলেন কঙ্গনা রানাউত। বলিউড-ইন্ডাস্ট্রিতে (bollywood) স্বজনপোষণ (nepotism) থেকে রুপোলি পর্দার ‘পরিবারতন্ত্র’ নিয়ে বারেবারে সরব হয়েছেন কঙ্গনা। আজ কঙ্গনা রানাউতের বিশাল খ্যাতি, দেশের কোটি কোটি মানুষ থেকে শুরু করে দেশের বাইরেও গোটা পৃথিবীর বহু মানুষ চেনেন অভিনেত্রীকে।

 

   

কিন্তু শুরুটা মোটেও এমন ছিল না, একসময় অভিনেত্রী হবার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলেন কঙ্গনা। অভিনেত্রীর মতে, মুম্বইয়ে প্রথম পা রেখেছিলেন আদিত্য পাঞ্চোলির বাড়িতে। সেখানে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। এছাড়াও নানা জায়গায় নানা পার্টিতে যৌন লালসার শিকার হওয়ার কারণে প্রথম থেকেই বেশ স্পষ্টবাদী অভিনেত্রী। সময় সময়ে বহুবার এই কারণে বহু বিতর্কেও জড়িয়েছেন এই কারণে অভিনেত্রী।

Kangana Ranaut কঙ্গনা রানাউত Pratibha Patel প্রতিভা প্যাটেল

তবে নিজের অভিজয়ের দক্ষতার কারণে দর্শকদের মন জিতে নিতে সফল অভিনেত্রী। ২০০৮ সালে ফ্যাশন ছবিতে অভিনয় করেছিলেন কঙ্গনা। ছবিতে সোনালী গুজরালের চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পর্যন্ত পেয়েছিলেন। আজ থেকে ১১ বছর আগে এই দিনেই তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেলের (Prime Minister Pratibha Patel) হাত থেকে পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী। এদিন কঙ্গনার একটি ফ্যান পেজ থেকে সেই পুরস্কার পাবার মুহূর্তের ছবি শেয়ার করা হয়েছে। ছবিতে রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেলের হাত থেকে জাতীয় পুরস্কার নিতে দেখা যাচ্ছে কঙ্গনা রানাউতকে।

পোস্টটি অভিনেত্রী কঙ্গনার চোখ এড়ায়নি। কঙ্গনা পোস্টটি দেখেছেন ও পোস্টে কিছু পড়ুন সময়ের স্মৃতি শেয়ার করেছেন সকলের সাথে। কঙ্গনা পোস্টটিকে রিটুইট করে লিখেছেন, ‘ প্রথম জাতীয় পুরস্কার, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই ছবির সাথে। আমি তখন বাকি অভিনেত্রীদের তুলনায় অনেক ছোট ছিলাম। সেই বয়সেই একটি নারীকেন্দ্রিক ছবিতে অভিনয়ের জন্য মহিলা রাষ্ট্রপতির থেকে এই জাতীয় সন্মান পেয়েছিলাম’।

Kangana Ranaut কঙ্গনা রানাউত Pratibha Patel প্রতিভা প্যাটেল

এখানেই শেষ নয়! অভিনেত্রী আরো বলেন যে ছবিতে যে পোশাকটি তাকে পরে থাকতে দেখা যাচ্ছে সেটি তার নিজের হাতেই ডিজাইন করা। কারণ তখন অভিনেত্রী কাছে যথেষ্ট টাকা ছিল না যে তিনি এই অনুষ্ঠানের জন্য স্পেশাল কিছু পরে যাবেন। তাই নিজেই ডিজাইন করেছিলেন পোশাকটি। পোশাকটি কেমন লাগছে তাও জিজ্ঞাসা করেছেন অভিনেত্রী ওই পোস্টের জবাবের মধ্যেই।

site