• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহিদের সাথে চুমু খেয়ে বিরক্ত কঙ্গনা, বড় গোঁফ একেবারে বিরক্তিকর জানালেন অভিনেত্রী

বলিউডের বিতর্কিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাউত(Kangana Ranaut) । বলিউডের ‘কন্ট্রোভার্সি’ ক্যুইন নামেও পরিচিত অভিনেত্রী। বিতর্ক যেন তাঁর পিছু ছাড়তে নারাজ, বলিউড থেকে রাজনীতি নিজের মন্তব্যের জেরে প্রায়শই বিতর্কে জড়িয়ে পড়েন কঙ্গনা। তবে এবার চুমু (Kiss) খেয়ে অসন্তুষ্ট অভিনেত্রী, তাই প্রকাশ্যেই করলেন অভিযোগ। জানালেন চুমুর মাঝে বড় গোঁফ বড়ই বিরক্তকর।

বলিউডের অভিনেতা শহীদ কাপুর (Shahid Kapoor), একসময় একেরপর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। কঙ্গনার সাথেও শহীদ কাপুর ‘রঙ্গুন (Rangoon)’ ছবিতে কাজ করেছিলেন। ছবিতে একটি চুম্বনের দৃশ্য ছিল। যেখানে শহীদ ও কঙ্গনা একেঅপরকে চুমু খেয়েছিলেন। নদীর ধরে অর্ধনগ্ন অবস্থায় বেশ ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যে দেখানো হয়েচিল। তবে সেই চুমু নিয়ে নালিশ করেই এবার  শিরোনামে কঙ্গনা।

   

Kangana Ranaut,Shahid Kapoor,Rangoon,Kangana Ranaut Shahid Kapoor Kiss,Kangana Complains about Shahid Kapoor for Kiss,Kangana Kangana Ranaut Shahid Kapoor Kiss Controversy,Kangana Ranaut Shahid Kapoor Disgusting Kiss,কঙ্গনা রানাউত,শহীদ কাপুর,বলিউড গসিপ,কঙ্গনা শহীদ চুমু

কঙ্গনাকে এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয় শহীদ কাপুরের সাথে চুম্বনের অভিজ্ঞতা কেমন ছিল। যার উত্তরে কঙ্গনা এক শব্দে উত্তর দেন, ‘জঘন্য’। শুধু তাই নয় নিজের উত্তরের ব্যাখ্যাও করে দেন কঙ্গনা। তার মতে, চুমু খাবার সময় খুবই বিরক্তিকর ছিল শাহিদের গোঁফ। তাছাড়া সেই সময় ওর সর্দি হয়েছিল। রোম্যান্টিক দৃশ্যে এভাবে অভিনয় করে উচিত নয়। একটা মানুষ জেক চিনিই না ভালো করে তাকে ঠোঁটে ঠোঁট দিয়ে আদর করতে হবে। এটা হয় না’!

Kangana Ranaut,Shahid Kapoor,Rangoon,Kangana Ranaut Shahid Kapoor Kiss,Kangana Complains about Shahid Kapoor for Kiss,Kangana Kangana Ranaut Shahid Kapoor Kiss Controversy,Kangana Ranaut Shahid Kapoor Disgusting Kiss,কঙ্গনা রানাউত,শহীদ কাপুর,বলিউড গসিপ,কঙ্গনা শহীদ চুমু

চুমুর দৃশ্য নিয়ে কঙ্গনা এই মন্তব্য শহীদ পর্যন্ত পৌঁছে যায়। তাকে যখন এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় তখন তিনি জানান, ‘ঐ দৃশ্য সম্পকে আমার কিছুই মনে নেই। কিছু ছবি থাকে যেটা শুধু কাজের জন্য কিছু করতে হয়, সব তো মনে থাকে না। তবে হ্যাঁ কঙ্গনার মাথায় যা ঘরে তার অর্ধেক নিজের মনে তৈরী বা মনগড়া। এটা সবার কাছেই জানা, আমার নতুন করে বলার কিছু নেই’।

Kangana Ranaut,Shahid Kapoor,Rangoon,Kangana Ranaut Shahid Kapoor Kiss,Kangana Complains about Shahid Kapoor for Kiss,Kangana Kangana Ranaut Shahid Kapoor Kiss Controversy,Kangana Ranaut Shahid Kapoor Disgusting Kiss,কঙ্গনা রানাউত,শহীদ কাপুর,বলিউড গসিপ,কঙ্গনা শহীদ চুমু

প্রসঙ্গত, বললিউডে খুব কম তারকাই আছেন যাদের সাথে সু সম্পর্ক রয়েছে কঙ্গনা রানাউতের। সময় সময়ে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে নানা মন্তব্য করেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে নেপোটিজম নিয়ে বহুবার সুর চড়িয়েছেন তিনি। তাই মাঝে মধ্যেই কোনো না কোনো তারকার সাথে তাঁর এমন বিতর্কের কাহিনী সামনে আসে। এমনকি বলিউডকে ‘বুলিউড’ আখ্যা পর্যন্ত দিয়েছেন কঙ্গনা।