বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ (Controversy Queen) হওয়ার মুকুট রয়েছে তাঁর মাথাতেই। হ্যাঁ তিনিই কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ে মন্তব্য করে বিতর্কের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। কখনো বলিউডের তারকাদের নিয়ে বেফাঁস মন্তব্য তো কখনো ইন্ডাস্ট্রির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। তবে এবার বলিউডের পরবর্তী প্রজন্মের তারকা তথা ষ্টারকিডদের নিয়েও বেফাঁস মন্তব্য করে বসলেন কঙ্গনা রানাউত।
সম্প্রতি শাহরুখ কন্যা সুহানা খান (Suhana Khan)থেকে শুরু করে অমিতাভ বচ্চনের নাতি ও জাহ্নবী কাপুরের বোনে খুশি কাপুর (Khushi Kapoor) বলিউডের পা রাখার খবর প্রকাশ্যে এসেছে। বলিউডে পা রাখার আগেই তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করলেন অভিনেত্রী। ষ্টারকিড অর্থাৎ সুহানা, অন্যান্য জাহ্নবী ও খুশি এইসমস্ত তারকাদের সাথে ‘সেদ্ধ ডিম’ (Boiled Egg) এর তুলনা করলেন কঙ্গনা।
বরাবরই বলিউডের উঁচু শ্রেণীর তারকাদের নিয়ে সুর ছড়িয়েছেন কঙ্গনা। তবে এবার তারকা সন্তানদেরকেও ছেড়ে কথা বললেন না তিনি। তাঁর মতে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও তারকার সন্তানরা তারকা হয় তবে তাদের সাথে বলি তারকা সন্তানদের পার্থক্য রয়েছে অনেক। দক্ষিণী তারকাদের দর্শকেরা আপন করে নেয়।
দক্ষিণী তারকাদের সন্তানরা নিজেদের সংস্কৃতিকে ভুলে যায় না। দক্ষিণী তারকাদের মত তাদের সন্তানেরাও মাটির মানুষ। পুষ্পা থেকে আরআরআর এর মত দক্ষিণী ছবিতে নির্ধিদায় শ্রমিক শ্রেণীর চরিত্রের সাথে নিজেদের একাত্ম করতে পেরেছে আল্লু অর্জুন থেকে জুনিয়ার এনটিআর এর মত সুপারস্টারেরা। যেটা বলিউডের তারকা সন্তানরা পারবেই না।
কঙ্গনা বলেন, ‘বলিউডের নামজাদা তারকারা নিজেদের সন্তানদের পড়াশোনার জন্য কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পাঠিয়ে দেন। সেখানে ইংরেজি কায়দায় মানুষ হয় তাঁরা। ইংরেজিতে কথা বলা, ইংরেজি ছবি দেখা। কথা বলার ধরণ থেকে ছুরি কাঁটা দিয়ে খাওয়া সবটাই অন্য হয়ে যায়। বিদেশী শিক্ষায় বড় হয়ে দেশের দর্শকদের সাথে সংযোগটা হবে কি করে? তাছাড়া দেখতেও কেমন যেন সেদ্ধ ডিমের মত। বিদেশে থেকে লুকটাই বদলে গেছে ওদের, তবে আমি কাউকে ট্রোল করতে চাইনা’।
প্রসঙ্গত, শীঘ্রই কঙ্গনার ‘ধাকড়’ ছবি মুক্তি পেতে চলেছে। ছবির জন্য জোর কদমে প্রচারও শুরু করেছেন অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে তিনি জানান, ‘অজয় দেবগন জীবনে আমার ছবির প্রচার করে না। অন্যদের অন্য ছবির প্রচার করে তবু আমার না। থালাইভা ছবি ভালো হয়েছিল সেটা অক্ষয় কুমার লুকিয়ে আমায় জানিয়েছিল। কিন্তু অজয় দেবগন নিজে সেটা বলেনি’।