• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বেচারা’ জানে না আমি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি’, সুযোগ পেতেই আমিরকে খোঁচা কঙ্গনার

Published on:

Kangana Ranaut Calls Amir Khan Bechara after he forgots to mention her for Shova dey's Biopic

কঙ্গনা রানাউত (Kangana Ranaut) আর বিতর্ক যেন একই কয়েকের এপিঠ ওপিঠ। বলিউডের (Bollywood) অভিনেত্রী হিসাবে যেমন সুখ্যাতি রয়েছে তেমনি রয়েছে বেফাঁস মন্তব্য করে নানা বিতর্কে জড়ানোর কুখ্যাতি। বিশেষ করে ইন্ডাস্ট্রির খানেদের প্রতি একটু বেশিই আক্রামক আচরণ থাকে তাঁর। মাঝে কিছুদিন শান্ত থাকলেও সম্প্রতি আমির খানকে (Amir Khan) নিয়ে মন্তব্যের জেরে আবারও সংবাদ মাধ্যমের শিরোনামে হাজির হয়েছেন কঙ্গনা।

লাল সিং চাড্ডা একপ্রকার ফ্লপ হওয়ার পর বেশ কিছুদিন দেখতে পাওয়া যায়নি অভিনেতাকে। তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। শোভা দে’র উপস্থিতিতে নানা ধরণের আলোচনা চলতে থাকে। বিশেষ করে শোভা দে’র বায়োপিক নিয়েই কথা ওঠে। তখনই কোন অভিনেত্রীকে বেশি মানাবে এই নিয়ে প্রশ্ন করা হয় আমিরকে।

Kangana Ranaut on Pathaan

প্রশ্নের জবাবে একাধিক অভিনেত্রীর নাম নেন আমির কিন্তু ভুলে যান কঙ্গনার নাম নিতেই! আমির বলেন, দীপিকা পাডুকোন বেশ ভালো, প্রিয়াঙ্কা চোপড়াকেও ভালো মানাবে। আলিয়া ভাটও বেশ ভালো কাজ করছে।’ তখনই অনুষ্ঠানের সঞ্চালিকা জিজ্ঞাসা বলেন একটা ভালো নাম কিন্তু মিস করে গেছেন, সেটা হল কঙ্গনা। সাথে সাথেই আমির বলে ওঠেন হ্যাঁ, উনিও ভালো অভিনেত্রী, একাধিক ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। বেশ মানাবে তাকে।

Kangana Ranaut takes a dig at Bollywood superstar Aamir Khan for charging 200 crores after Laal Singh Chaddha’s failure

আমির খানের এই কথোপকথনের ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। বলাবাহুল্য আমিরের এহেন মন্তব্যে মোটেই খুশি নন কন্ট্রোভার্সি কুইন। সোশ্যাল মিডিয়াতে এক ভিডিওটি শেয়ার করে একপ্রকার নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

কঙ্গনা লেখেন, ‘বেচারা আমির খান… হা হা! অনেক চেষ্টা করেছিল না জানার ভান করার। এই যে আমিই একমাত্র অভিনেত্রী ওই নামের মধ্যে যে কি না তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি। ধন্যবাদ, শোভা দে। আমি আপনার চরিত্রে অভিনয় করতে চাইব।’

প্রসঙ্গত, নিজের বিতর্কিত মন্তব্যের কারণে এর আগে একবার টুইটার থেকে চিরদিনের মত ব্যান হয়ে গিয়েছিলেন কঙ্গনা। তবে মালিকানা বদলের পর আবারও নিজের অ্যাকাউন্ট ফেরত পেয়েছেন তিনি। তার পরেই পাঠান নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥