বলিউডের (Bollywood) বিতর্কিত ব্যক্তিত্বদের তালিকায় অবশ্যই নাম থাকবে কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এবং মহেশ ভাটের (Mahesh Bhatt)। এই দুই ব্যক্তিত্বই বহুবার বহু কারণে সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছেন। নিজেদের কাজের সৌজন্যে তো বটেই, নিজেদের ব্যক্তিগত জীবন এবং নানান মন্তব্যের কারণেও চর্চার কেন্দ্রে চলে এসেছেন মহেশ এবং কঙ্গনা।
এবার ফের মহেশের বিষয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করে নেটিজেনদের আলোচনার বিষয়বস্তু হয়ে গিয়েছেন ‘ক্যুইন’। সম্প্রতি জাতীয় পুরস্কার জয়ী এই নামী অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে আলিয়া ভাটের পিতার একাধিক ভিডিও শেয়ার করে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য সামনে এনেছেন, যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
রবিবার, ইনস্টাগ্রামে মহেশ ভাটের বেশ কিছু ভিডিও ক্লিপস শেয়ার করে কঙ্গনা। সেই ভিডিওগুলির সঙ্গেই মহেশ ভাটের ‘আসল’ নাম, ধর্ম সংক্রান্ত বেশ কিছু ‘গোপন’ তথ্য জনসমক্ষে আনেন অভিনেত্রী। যা জানার পর বেশ অবাকই হয়েছেন অনেকে।
২০০৬ সালে মহেশ ভাট প্রযোজিত সিনেমা ‘গ্যাংস্টার’ সিয়ে বলিউডে পা রাখা কঙ্গনা মহেশের একটি পুরনো বক্তব্যের ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লেখেন, ‘মহেশ জি খুব সাধারণভাবে এবং কাব্যিকভাবে মানুষদের হিংসার জন্য উস্কাচ্ছেন’।
সেই ভিডিওরই আরও একটি ক্লিপ শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘আমায় বলা হয়েছিল ওনার (মহেশ ভাট) আসল নাম আসলাম… ওনার দ্বিতীয় স্ত্রী’কে (সোনি রাজদান) বিয়ে করার সময় উনি ধর্ম পরিবর্তন করেন… এটা খুবই সুন্দর একটি নাম, কেন লুকোচ্ছেন?’ মহেশের নাম প্রসঙ্গে কঙ্গনার সংযোজন, ‘ওনার আসল নাম ব্যবহার করা উচিত। ধর্ম পরিবর্তন করে ওনার একটি নির্দিষ্ট ধর্মের প্রতিনিধিত্ব করা একেবারেই উচিত নয়’।
মহেশ ভাট প্রসঙ্গে কঙ্গনা অবশ্য এই প্রথম মুখ খোলেননি। এর আগে ২০২০ সালেও পরিচালকের বিরুদ্ধে তাঁকে ‘প্রায় হেনস্থা’ করার অভিযোগ এনেছিলেন বলিউডের ‘ক্যুইন’। মহেশ কন্যা পূজা ভাট পরিচালিত সিনেমা ‘ধোকা’র প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর নাকি সেই ঘটনা ঘটেছিল। এছাড়াও চলতি বছর পরিচালকের ছোট মেয়ে তথা আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ মুক্তি পাওয়ার পরও মহেশ এবং আলিয়া দু’জনকেই প্রকাশ্যে একহাত নিয়েছিলেন কঙ্গনা।