• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আজ রাতেই হবে মালাবদল, ফাঁস কাঞ্চন-শ্রীময়ীর গায়ে হলুদের ছবির অ্যালবাম

Published on:

Kanchan Mullick Sreemoyee Chattoraj Marriage Haldi Ceremony

সবাইকে চমকে দিলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। ৬ই মার্চ নয় আজ অর্থাৎ শনিবার, ২রা মার্চেই বিয়ের পিঁড়িতে বসলেন কাঞ্চন-শ্রীময়ী (Kanchan Sreemoyee Wedding)। সকালেই মিটেছে গায়ে হলুদের অনুষ্ঠান। এবার সেই ছবি এল প্রকাশ্যে।

সমস্ত রীতিনীতি মেনেই দধিমঙ্গল থেকে নান্নিমুখ হয়েছে। এরপর সেজেগুজে গায়ে হলুদে মেতে উঠেছেন সকলে। এদিন কাঞ্চনের পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি। অন্যদিকে শ্রীময়ীর পরনে ছিল লাল পাড় হলুদ শাড়ি। রীতিমেনে বরের গায়ে হলুদ ছুঁইয়ে হলুদ মেখেছেন শ্রীময়ী।

Kanchan Sreemoyee Wedding Haldi Ceremony

ইতিমধ্যেই জানা গিয়েছে দক্ষিণ কলকাতার এক হেরিটেজ বাঙ্কোয়েট হলে বিয়ের আসর বসছে। ১১৪ বছর পুরোনো ‘গ্যালেরিয়া ১৯১০’ এ এলাহী বিয়ের আয়োজন হচ্ছে। শুরুতে বিয়েতে ডিজাইনার আনার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়নি। কাঞ্চন সাজবেন সাদা পাজ্ঞাবী ও লাল ধুতিতে, অন্যদিকে শ্রীময়ীর ডিজাইনার শাড়ি।

আরও পড়ুনঃ স্বপ্নের বিয়েতে জলের মত ঢালছে টাকা! কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের খরচ জানলে আঁতকে উঠবেন

Kanchan Mullick Wedding Haldi

এর আগে আইবুড়োভাত থেকে মেহেন্দি অনুষ্ঠানের ছবি শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেই ছবি হু হু করে ভাইরাল হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই। এর আগে ১৪ই ফ্রেবুয়ারী ভালোবাসার দিনেই প্রপোজ করে আইনি মতে বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী।

আরও পড়ুনঃ ২৬ বছরের বড় দীপঙ্করের সাথে সুখী দাম্পত্য! বিয়ের আগে শ্রীময়ীকে কি উপদেশ দিলেন দোলন?

Sreemoyee Chattoraj Wedding Haldi

প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন মল্লিক। জানুয়ারি মাসের শেষেই দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ব্যানার্জীর সাথে বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদের সময় ছেলে ওশকে মানুষ করার জন্য ৫৬ লক্ষ টাকা খোরপোষ দিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥