• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পিঙ্কি নন! কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী কে? প্রকাশ্যে এল নাম সহ আসল পরিচয়

টলিউডের (Tollywood) জনপ্রিয় কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন (Personal Life) নিয়েও কম চর্চা হয় না। বিশেষ করে প্রাক্তন স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের (Pinky Banerjee) সাথে বিচ্ছেদ (Separation) কিম্বা শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সাথে সম্পর্ক বরাবরই কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবনের খবর পেজথ্রির পাতার হট টপিক।

কিন্তু অনেকেই হয়তো জানেন না পিংকি এবং শ্রীময়ী ছাড়াও কাঞ্চনের জীবনে ছিলেন আরো একজন নারী। তিনি আর কেউ নন কাঞ্চনের প্রথম স্ত্রী। যিনি নিজেও যুক্ত এই একই পেশার সাথে। টলিপাড়ার এই  পরিচিত  অভিনেত্রী হলেন অনিন্দিতা দাস (Anindita Das)। এই মুহূর্তে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এলো’তে (Gouri Elo)।

   

Sreemoyee Chattaraj opens up about kanchan mallick Pinki Banerjee

এই সিরিয়ালে তিনি নায়ক ঈশানের মায়ের চরিত্রে অভিনয় করছেন। ইতিপূর্বে ‘দত্ত অ্যান্ড বৌমা’ কিংবা রোজার মত সিরিয়ালেও  অভিনয় করেছিলেন অনিন্দিতা। দেখতে দেখতে অভিনয় জগতে দীর্ঘ ১৭ বছর পার করে ফেলেছেন এই অভিনেত্রী। তবে এখনও পর্যন্ত সেই ভাবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি।

কাঞ্চন মল্লিকের সাথে বিয়ে কিংবা দাম্পত্য জীবন কোনো কিছু নিয়ে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি অনিন্দিতাকে। তবে আজ থেকে দু’বছর আগে যখন কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন নিয়ে টালমাটাল অবস্থা, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম সর্বত্রই তখন চর্চা হচ্ছে কাঞ্চন, শ্রীময়ী এবং পিংকির ব্যক্তিগত জীবন নিয়ে।

টলিউড,Tollywood,কাঞ্চন মল্লিক,Kanchan Mullick,প্রথম স্ত্রী,First Wife,অনিন্দিতা দাস,Anindita Das,জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,পিংকি বন্দ্যোপাধ্যায়,Pinky Banerjee,শ্রীময়ী চট্টরাজ,Sreemoyee Chattoraj

সে সময় আনন্দবাজার অনলাইনে সাথে দেওয়া এক সাক্ষাৎকারে কাঞ্চনের সাথে বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে এই সম্পর্কের ব্যাপারে কোন কথাই বলতে রাজি ছিলেন না অনিন্দিতা। তবে পরে অভিনেত্রী  জানান ‘আমাদের সাড়ে সাত বছরের দাম্পত্য ছিল। বহুকাল বিচ্ছেদ হয়ে গিয়েছে। এ বিষয়ে আর কথা বলতে চাই না’।

এছাড়া কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ উঠলে অভিনেত্রী বলেন ‘দেখুন, ওঁর জীবনে কী হচ্ছে, তা দেখার জন্য ওঁর পরিবার আছেন। এটা তাদের বিষয়। আমি মন্তব্য করার কেউ নই’।  কাঞ্চন মল্লিকের সাথে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি অনিন্দিতা। এখন বাবা-মা আর আমার বিড়াল পুচকিকে নিয়ে থাকেন অভিনেত্রী।

টলিউড,Tollywood,কাঞ্চন মল্লিক,Kanchan Mullick,প্রথম স্ত্রী,First Wife,অনিন্দিতা দাস,Anindita Das,জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,পিংকি বন্দ্যোপাধ্যায়,Pinky Banerjee,শ্রীময়ী চট্টরাজ,Sreemoyee Chattoraj

জীবনে তিনি নাকি এমন সময়ের মধ্যে দিয়েও গিয়েছেন যখন নাকি তিনি বিকেলবেলা জানতেন না রাতে কী খাবেন? তাই কাঞ্চন মল্লিকের থেকে খোরপোশ নেওয়ার কথা উঠতেই  অনিন্দিতা সাফ জানান ‘তাই যদি হয়, তা হলে আমার খেতে না পাওয়ার মতো অবস্থা কী করে হল বলুন তো? এটা হতে পারে না’!

site