অভিনেতা তথা শাসকদলের বিধায়ক কাঞ্চন মল্লিক (kanchan mallick)। সম্প্রতি নতুন গুঞ্জন উঠেছে সিরিয়ালের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (sreemoyee chattoraj) সাথে নাকি প্রেম করছেন কাঞ্চন। এই খবর নিয়ে রীতিমত হট টপিক হয়ে পড়েছে সর্বত্র। এযেন নতুন ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে তোলপাড় সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (pinki bandhopadhyay) FIR দায়ের করেছেন তাঁর বিরুদ্ধে।
এবার স্ত্রী পিঙ্কি ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্বয়ং কাঞ্চন মল্লিক। অভিনেতা বলছেন, ‘বিগত কিছুদিন ধরে যে জঘন্য আলোচনা চলছে তা দেখা যাচ্ছে না, তবুও চুপ ছিলাম জল ঘোলা করতে চাইনি। কিন্তু আমি না চাইলেও পিঙ্কি চাইছে, সেই জন্যই সংবাদ মাধ্যমকে আমার নাম যা খুশি বলে যাচ্ছে। সত্যি বলতে ৯ বছর আগে যে পিঙ্কিকে বিয়ে করেছিলাম এটা সেই পিঙ্কি নয়’।
এরপর অভিনেতা আরো বলেন, ‘আমাদের একটা ৮ বছরের সন্তান রয়েছে, তা সত্ত্বেও কেন এমন বলছে পিঙ্কি! তাছাড়া অভিনেতা হিসাবে এতদিন সংসার করেছি কোনোরকম সমস্যার কথা তো আসেনি, তাহলে আজ বিধায়ক হবার পরেই কেন এতো ক্ষোভ প্রকাশ? এর পিছনে কোনো উদ্দেশ্য বা আরো স্পষ্ট ভাষায় রাজনৈতিক চক্রান্ত আছে কিনা তা জানা নেই’।
এখানেই শেষ নয়, কাঞ্চন আরো বলেন, ‘এবার আমারও কিছু বলার আছে। বিয়ের মাত্র ২০ দিন পরেই আমার বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছিল পিঙ্কি। কেন? কারণ আমার মায়ের সাথে নাকি থাকা যায় না। এরপর মায়ের সাথে দুর্ঘটনা ঘটেছে, অগ্নিদগ্ধ হয়েছেন মা। মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলাম। এরপর মা চলে যান একসময়। কিছুদিন আগে বাবাও গত হয়েছেন, অথচ দুঃসময়ে একবারও পাশে পাইনি পিঙ্কিকে। এই সমস্ত কথা যেহেতু আগে আমি বলিনি তাই কেউ জানেন ও না। অথচ আজ দেখুন পিঙ্কির কথা শুনেই আমায় নিয়ে কত লোকের কত কথা’!
আক্ষেপের সুরে কাঞ্চন বলেন, পিঙ্কির বক্তব্য শুনে আমি অবাক হয়ে গিয়েছি। ফোন করে অনুরোধ করেছি সামনা সামনি কথা বলার জন্য। কিন্তু সেই অনুরোধরাখা তো দূরের কথা, যখন পিঙ্কির খোঁজে ওর বাড়ি যায় ওকে পাইনি। রাস্তায় দেখা হলে সেখানেই চিৎকার চেঁচামেচি শুরু হয়, আমার সাথে শ্রীময়ী ছিল পিঙ্কির দাদা ওর দিকে তেড়ে যায়। গোটা ঘটনায় লোক জড়ো হয়ে লজ্জায় মাথা হেট হয়েছে আমার।
শ্রীময়ীর কথা বলতে গিয়ে কাঞ্চন বলেন, ওকে আমার চেনা অভিনয়ের সূত্রেই। শ্রীময়ীর সাথে সেভাবে কোনো সম্পর্ক নেই আমার, থিয়েটারের কর্মশালায় একসাথে অভিনয় শিখেছে এটুকুই। পিঙ্কির সাথে শ্রীময়ীর পরিচয় রয়েছে কোথাও হয়েছে, কিন্তু এখন কেন পিঙ্কি এমন কথা বলছে জানি না। সবথেকে বড় কথা হল একটা প্রশ্ন বারবার করতে ইচ্ছা করছে, ‘দীর্ঘ ২৫ বছরে কত অভিনেত্রীর সাথেই তো কাজ করলাম, আজ হটাৎ এক টেলি অভিনেত্রীকে নিয়ে কেন মিথ্যে প্রেমের গুজব রটছে?’ তবে হ্যাঁ পিঙ্কি যখন আইনি পথ বেছে নিয়েছে আমিও আইনের পথেই এগোবো এবার।