টলিপাড়ায় হাজারো গুঞ্জনের ভিড়ে হটাৎ করেই শিরোনামে উঠে এসেছিল কাঞ্চন মল্লিকের (kanchan mallick) নাম। কিছুদিন আগে ভোটে জিতে বিধায়ক হয়েছেন তিনি। তবে রাজনৈতিক কাজের অনেক আগে থেকে অভিনয়ের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু বিগত কিছুদিন যাবৎ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (sreemoyee chattaraj)সাথে কাঞ্চনের প্রেমের গুঞ্জন নিয়ে বেশ জলঘোলা হয়েছে। তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (pinki banerjee) মতে তিনি নাকি পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন।
যদিও এই দাবি সম্পূর্ণ মিথ্যে বলেই জানিয়েছেন শ্রীময়ী ও কাঞ্চন দুজনেই। এরপর পিঙ্কি কাঞ্চনের বিরুদ্ধে মামলা করেছে। যার প্রেক্ষিতে কাঞ্চনও পিঙ্কির বিরুদ্ধে মামলা করেছে। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কাঞ্চন মল্লিক। তবে পারিবারিক ও মানসিক অশান্তির চাপ নেই তার কাজে। ঠিক আগের মতোই দিদি নং ১ এর মঞ্চে হাসি মুখে হাজির হয়েছেন অভিনেতা।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে দুঃখ প্রকাশ করেছেন কাঞ্চন মল্লিক। কেন? কারণ দেখতে দেখতে এক বছর অতিবাহিত হয়েছে তাঁর মা চলে গিয়েছেন চিরতরে। মাকে বড় মিস করছেন তিনি। তাই ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি লিখেছেন, ‘ এক বছর হয়ে গেলো মায়ের আঁচল,মায়ের কোল এবং মায়ের কাঁধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস হারিয়ে ফেললাম । কখনো ভাবিনি যে তোমাকে ছেড়ে বাকি জীবনটা কাটাতে হবে’।
অভিনেতা আরো বলেন, ‘ দেখতে দেখতে ১টা বছর কেটে গেলো । তোমাকে ছেড়ে বেঁচে থাকার লড়াই কি জিনিস সেটা ভোগ করছি ! যেখানেই থেকো মা ভালো থেকো। তোমাকে খুব মিস করছি’। শেষে আই লাভ ইউ মা বলে পোস্টটি শেষ করেছেন কাঞ্চন। অভিনেতার এই পোস্টে অনেকেই সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত, কাঞ্চন মল্লিকের দেওয়া বক্তব্য অনুযায়ী বিয়ের পিঙ্কির সাথে কাঞ্চনের বিয়ে হয়েছিল ৯ বছর আগে। বিয়ের মাত্র ২০ পরেই কাঞ্চনের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল পিঙ্কি। অভিযোগ ছিল অভিনেতার মায়ের সাথে নাকি থাকা যায়না। একে একে মা ও বাবা দুজনেই গত হয়েছেন। সেই সময় কাউকেই পাশে পাননি কাঞ্চন।