• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাঁচা বাদামের দিন শেষ! এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুর্শিদাবাদের বেলুন কাকুর অসাধারণ কবিতা

বেলুন কাকু,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,মুর্শিদাবাদ,Ballon seller,kancha badam,bhuban badyakar

আমাদের চারিপাশে হাজারো ঘটনা প্রতিদিন ঘটে চলেছে। একসময় চারিপাশের ঘটনা ও পৃথিবীর অন্যপ্রান্তে ঘটনা জানতে বেশ কয়েকদিন সময় লেগে যেত। কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে স্মার্টফোন আর ইন্টারনেট সেই চিত্রটাই বদলে দিয়েছে। এখন মুহূর্তের মধ্যেই কোনো এক ঘটনা ক্যামেরাবন্দি হয়ে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। এই ভাইরাল ভিডিওর (viral video) আজ সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি।

এই ডিজিটালাইজেশনের যুগে প্রতিটা মানুষেরই গোটা পৃথিবী হাতের মুঠোয়। যেকোনোও প্রান্তের কোনোও ভিডিও আরেক প্রান্তে ছড়িয়ে যেতে কয়েক মিনিট লাগে মাত্র। ভাইরাল এই সমস্ত ভিডিওগুলিতে কতকিছুই না থাকে দেখবার মত। কখনো অদ্ভুত প্রতিভার দেখা মেলে তো কখনো আবার এমন কিছু ঘটনা দেখতে পাওয়া যায় যা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারা যেত না।

বেলুন কাকু,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,মুর্শিদাবাদ,Ballon seller,kancha badam,bhuban badyakar

এভাবেই তো দিন কয়েক আগে ভাইরাল হয়ে পড়েছিল বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গান। আমরা যারা ট্রেনে বাসে যাতায়াত করি তারা জানি, প্রত্যেক বিক্রেতারই নিজেদের জিনিস বিক্রির একটা আলাদা ধরন থাকে। ভুবন বাবুও বাদাম বিক্রির জন্যই এই গান বেঁধেছিলেন, কিন্তু সেই গানের কথা সুর সবই বেজায় মনে ধরে যায় সকলের৷ এখন তার গানের জনপ্রিয়তা দেশ পেরিয়ে বিদেশেও পসার জমিয়েছে। তবে সব শেষে সেই বাদাম বেচাই ছেড়ে দিতে হয়েছে তাকে।

বেলুন কাকু,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,মুর্শিদাবাদ,Ballon seller,kancha badam,bhuban badyakar

কিছুদিন আগে ভাইরাল হয়েছিল কাঁচা পেয়ারা গান৷ এবার আবার সোশ্যাল মিডিয়ায় দেখা মিলল নতুন এক বিক্রেতার। তিনি আবার গান নয় ছড়া কেটে বিক্রি করেন নিজের দ্রব্য। মুর্শিদাবাদ জেলার টিকটিকি পাড়া গ্রামে থাকেন বেলুন ব্যবসায়ী আফতাব ফকির।সাইকেল নিয়ে ঘুরে ঘুরেই বেলুন বিক্রি করেন তিনি। ছন্দে ছন্দে ছড়া কেটেই কথাও বলেন ওই বিক্রেতা। ‘না নিলে আপনার লস, এই বেলুনের দাম ১০’, ‘এসেছি আপনাদের বাড়ির কাছ এটার দাম ৫।’ এই ভাবে ছন্দে ছন্দেই ক্রেতাদের সঙ্গে তিনি কথা বলেন। তার এই ভিডিও চূড়ান্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥