• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উপার্জনের দু’পয়সা তোলাবাজির দু’কোটির থেকে দামী! সাংসদ মহুয়াকে একহাত নিলেন কমলেশ্বর

রবিবার গয়েশপুরে তৃণমূলের দলীয় বৈঠকে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। আর সেখানেই তৃণমূল নেতা মিন্টুদের নেতৃত্বে কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন মহুয়া। শুরু হয় গোষ্ঠী কোন্দল, এমনকি দুই দলের মধ্যে কার্যত হাতাহায়িও হয়ে যায়। এই ঘটনায় মেজাজ হারান তৃণমূল নেত্রী। তাঁর দাবি, দলের আভ্যন্তরীণ বিষয় সংবাদমাধ্যম কেন ঢুকবে? দলীয় বৈঠকে সংবাদমাধ্যমকে ঢোকার অনুমতি কে দিয়েছেন, জানতে চান দলের নেতা-কর্মীদের কাছে। এরপরই উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, “কে এই দু’পয়সার প্রেসকে ভেতরে ডাকে? কর্মী বৈঠক হচ্ছে। আর সবাই টিভিতে মুখ দেখাতে ব্যস্ত। আমি নির্দেশ দিচ্ছি, প্রেসকে সরান!”

তার এই বক্তব্য ঘিরে ওঠে বিতর্কের ঝড়। সমাজের চতুর্থ স্তম্ভের অপমান মেনে নিতে পারেননি সাংবাদিকরা। ফলত নিমেষে তার এই বক্তব্যের ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। সমালোচনা মুখর হয়ে ওঠে বিভিন্ন মহল। এবার সেই বিষয়েই মহুয়া মৈত্রকে একহাত নিলেন টলিউড পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।

   

স্পষ্ট ভাষায় নিজের ফেসবুক ওয়ালে পরিচালক লিখলেন, “উপার্জনের ‘দু পয়সা’ তোলাবাজির দু কোটির থেকে অনেক দামি।” নিজের বক্তব্য দিয়ে সাফ বুঝিয়ে দিলেন তিনি সাংবাদিকদের পাশে রয়েছেন।

যদিও এত বিতর্ক সমালোচনার পর অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মুখার্জি। তবে সেই ক্ষমাতেও স্পষ্ট ছিল তার ঔদ্ধত্য, তিনি ব্যঙ্গাত্মক ভাষায় একটি ট্যুইট পোস্টে লেখেন,
টুইট করে বলেন, “আমি ক্ষমা চাইছি কুরুচিকর, দুঃখজনক তবে সঠিক বক্তব্যের জন্য।”ইতিমধ্যেই তার উপর ক্ষেপে গোটা সংবাদ মাধ্যম। প্রেস ক্লাবের তরফে তার এই মন্তব্যের বিরুদ্ধে ডেপুটেশন ও জমা পড়েছে।

site