বলিউডের ভাইজান সালমান খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে (Radhe)’। ইতিমধ্যেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। অ্যাকশন রোমান্সে ভরপুর রাধে ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে বলিউডের নায়িকা দিশা পাটানিকে (Disha Patani)। রাধে ছবির রিলিজের আগে ট্রেলার প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছিল টাব্যু ভেঙে ফেলেছিলেন ভাইজান। বলিউডের ব্যাচেলার ভাইজান ৩২ বছরে প্রথমবার অন স্ক্রিনে চুমু খেয়েছিলেন। এই দৃশ্য দেখার পর রীতিমত চমকে গিয়েছিলেন সকলে।
তবে দর্শকদের আশাপূরণে এক্কেবারে ব্যর্থ হয়েছে এই ছবি। প্রসঙ্গত, দিন কয়েক আগেই কমল রাশিদ খান (KRK) নামের এই ফিল্ম সমালোচক নিজের মন্তব্য জানিয়েছিলেন ছবিটি দেখে। যদিও আদতে কেউ তাকে সমালোচক বলে মানেন না তিনি নিজেই নিজেকে এই তকমা দিয়েছেন। তিনি দুবাইয়ের এক সিনেমা হলে এই ছবিটি দেখেছেন। ছবি দেখার মাঝেই তিনি একটি ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে তিনি বলেন, ‘রাধে দেখে মাথা ঘুরছে, কান্না পাচ্ছে। কি দেখছি কিছুই বুঝতে পারছি না। এমনকি বাকি সিনেমা দেখার সাহস পর্যন্ত হচ্ছে না। মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়েছি, ওষুধ খেতে হবে’।
তার এই মন্তব্য ঘিরে স্বভাবতই উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। এবার KRK-এর এই রসিকতাই ডেকে আনলো ঘোর বিপদ৷ তার ‘রাধে’র রিভিউয়ের জন্যেই এবার তার বিরুদ্ধে মামলা দায়ের করলেন বলিউডের ভাইজান সলমন খান (Salman khan)।
এই প্রসঙ্গে সোমবার কেআরকে কে একটি নোটিস পাঠিয়েছে সলমনের আইনি টিম। এই খবরের সত্যতা স্বীকার করে টুইট করেছেন কেআরকে। তিনি লিখেছেন, ‘রাধের রিভিউ করার জন্য সলমন খান আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।’ তিনি আরো লেখেন, কোনো অভিনেতা বা প্রযোজক তাঁকে যদি বারণ করেন তবে তিনি তাদের ছবির রিভিউ করেন না।