সোশ্যাল মিডিয়াতে সারাদিনে হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) রোজ চোখে পরে। লক্ষাধিক ভিডিও আপলোড হলেও সব কিন্তু ভাইরাল ভিডিও হয় না। আবার কখন যে কি ভাইরাল হয়ে যায় তা আগে থেকে বলা প্রায় অসম্ভব। কখনো ভিডিও তো কখনো ভিডিওর শুধুমাত্র একটা লাইনই যথেষ্ট ভাইরাল হয়ে পড়ার জন্য। যেমন বেশ কিছুদিন আগে ‘বিনোদ’ ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল। ইউটিউব ইনস্টাগ্রাম থেকে টুইটার ফেসবুক সর্বত্রই দেখা গিয়েছিল বিনোদ।
আর তারপরেই দিন কয়েক আগে ফেসবুক থেকে ইন্সটাগ্রাম সর্বত্র দাপিয়ে বেড়িয়েছে ‘দামে কম, মানে ভাল…’! এতক্ষনে হয়তো আপনারও চোখে পরেই গেছে এই লাইনটি। কিন্তু হটাৎ কি এমন হল যে সকলে মিলে এই ‘দামে কম, মানে ভাল…’ কমেন্ট করতে শুরু করেছে! অধিকাংশ লোকেই এটি দেখলেও এর মানে বুঝে উঠতে পারছিলেন না।
সোশ্যাল মিডিয়াতে সাইক্লোনের গতিতে ভাইরাল হওয়া এই কমেন্ট আসল একটি ছোট্ট বিজ্ঞাপনের ভিডিওর বলা কিছু কথা। ভিডিওতে একটি ফার্নিচারের দোকানের বিজ্ঞাপন দিতে দেখা গিয়েছিল। দুটি বাচ্চা মেয়ে সোফা আর চেয়ারে বসে ফার্নিচারের দোকানের বিজ্ঞাপন দিচ্ছে। আর ভিডিও চলাকালীন দুটি লাইন বারবার বলা হয়েছে, যেটা হল ‘দামে কম, মানে ভাল, কাকলি ফার্নিচার’।
তবে এক্কেবারে কম খরচে , অনুন্নত মানের এই বিজ্ঞাপনে কাজ হয়েছে চূড়ান্ত। মুঠোফোনে তৈরি এই বিজ্ঞাপনই ‘ব্র্যান্ড ভ্যালু’ তৈরি করে ফেলেছে কাকলি ফার্নিচারের। কাকলি ফার্নিচারের চেয়ারম্যান সোহেল রানার তৈরি বিজ্ঞাপনটি এখন ভারত, বাংলাদেশসহ পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের ইউটিউব, ফেসবুক, টুইটারসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে ঘুরছে।
বিজ্ঞাপন তৈরির আগে যেখানে তাদের দৈনিক বিক্রির পরিমাণ ছিল তিন লাখ টাকা। বিজ্ঞাপন ভাইরাল হওয়ার পর তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে চার লাখ টাকার কাছাকাছি। একটি প্রতিষ্ঠানের কাছে এর চেয়ে বড় পাওনা আর কিই বা হতে পারে।