• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজলের পর এবার ইন্ডাস্ট্রি কাঁপাতে আসছে নাইসা! মেয়ের বলিউড ডেবিউ নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী

Updated on:

Kajol opens up about daughter Nysa Devgan Bollywood Debut

বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কাজল (Kajol)। সম্প্রতি বলিপাড়ায় তাঁর কেরিয়ারের তিন দশক সম্পূর্ণ হয়েছে। ১৯৯২ সালে ‘বেখুদি’ ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু হয়েছিল কাজলের। এখনও পর্যন্ত একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করে চলেছেন তিনি। তনুজা কন্যার ঝুলিতে রয়েছে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘তানহাজি’র মতো একাধিক সিনেমা। তবে এবার দিদিমা, মায়ের পর বলিউড কাঁপাতে আসছে কাজলের মেয়ে নাইসা (Nysa Devgan)!

সম্প্রতি কাজলকে একটি নামী সংবাদমাধ্যমের তরফ থেকে মেয়ে নাইসার বলিউড ডেবিউ (Bollywood debut) প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল। সেই প্রশ্নের জবাবে নাইসা কবে বলিউডে পা রাখতে চলেছেন তা সোজাসাপ্টাভাবে জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।

Kajol Speaking

কাজল এবং অজয় দেবগণের কন্যা নাইসা জনপ্রিয়তম স্টারকিডদের মধ্যে একজন। সামাজিক মাধ্যমে তিনি নিজে খুব বেশি সক্রিয় না থাকলেও, তাঁর নানান ফ্যান পেজের মাধ্যমে কাজল কন্যার জীবনের নানান আপডেট পেতে থাকেন নেটিজেনরা। এবার তাঁকেই বলিউডে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

কবে বলিউড ডেবিউ হবে নাইসার? আদৌ অভিনেত্রী হতে চান তিনি? এই সকল প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘যদি আমার সন্তানদের নিরিখে বলা হয়, ওঁরা যা করতে চাইবে আমি সেটাতেই ওঁদের সমর্থন করব। ওঁরা যতদিন আনন্দে আছে, আমি ওঁদের সমর্থন করব। আমার মনে হয় মা হিসেবে শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, বরং ওঁরা যে কাজই করতে চাক না কেন, তাতেই সমর্থন করা আমার দায়িত্ব। ওঁদের সমাজের ভালো নাগরিক করে তোলাটা আমার কর্তব্য’।

Kajol talks about daughter Nysa Devgan’s bollywood debut

এরপর মেয়ের বলিউড ডেবিউ প্রসঙ্গে কাজল বলেন, ‘আমার মনে হয় নাইসা নিজের এই (বলিউডে পা রাখার) সিদ্ধান্ত নেবে। আমি ওঁকে এইদিকে ঠেলেও দিচ্ছি না এবং এদিক থেকে সরিয়েও দিচ্ছি না। কিন্তু সিদ্ধান্ত ও নিজেই নেবে। ওঁর ১৮ বছর বয়স হয়ে গিয়েছে। ও এখন একজন প্রাপ্ত বয়স্ক মেয়ে’।

নাইসার দিক থেকে বলা হলে, তিনি মাঝেমধ্যেই তাঁর জীবনচর্চার জন্য নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে আসেন। কেউ কেউ যেমন তাঁকে সেই কারণে কটাক্ষ করেন, তেমনই আবার অনেকে নাইসার জীবনযাত্রা বেশ পছন্দের। তবে কাজল কন্যা সামাজিক মাধ্যম থেকে নিজেকে সরিয়ে রাখতেই পছন্দ করেন। সেই কারণে তাঁর সামাজিক মাধ্যমের প্রোফাইলও প্রাইভেট। এবার দেখার, ব্যক্তিগত জীবনকে পর্দার আড়ালে রাখতে পছন্দ করা নাইসা আদৌ বলিউডে পা রাখেন কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥