• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একটাও সিনেমা না করেই সুপারস্টার! এখন থেকেই অটোগ্রাফ বিলোচ্ছেন অজয় কন্যা নাইসা, ঢাক পেটালেন মা

Published on:

Kajol,Nysa Devgan,Kajol Nysa Devgan,Kajol on Nysa Devgan,Nysa Devgan autograph,Bollywood,entertainment,Nysa Devgan autograph Singapore,কাজল,নাইসা দেবগণ,কাজল নাইসা দেবগণ,নাইসা দেবগণ অটোগ্রাফ,বলিউড,বিনোদন

বলিউড (Bollywood) তারকাদের ওপর সব সময় অনুরাগীদের কড়া নজর থাকে। তাঁদের বিষয়ে সব কিছু জানা চাই-ই চাই। অবশ্য শুধুমাত্র তারকারাই নন, অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন তাঁদের সন্তানরাও। বি টাউনের এমনই এক জনপ্রিয় তারকা সন্তান হলেন নাইসা দেবগণ (Nysa Devgan)। এখনও অবধি বলিউডে পা না রাখলেও তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই।

বলিউড সুপারস্টার অজয় দেবগণ (Ajay Devgn) এবং কাজলের (Kajol) মেয়ে বলে কথা, নাইসাকে নিয়ে চর্চা হওয়ার সবচেয়ে বড় কারণ এটিই। সোশ্যাল মিডিয়াতেও চোখে পড়ে তাঁর উজ্জ্বল উপস্থিতি। এখনও পর্যন্ত বলিউডে পা না রাখলেও তৈরি হয়ে গিয়েছে অজয় কন্যার ফ্যান পেজও!

Nysa Devgan

নাইসা এই মুহূর্তে সিঙ্গাপুরের একটি স্কুলে পড়াশোনা করছেন। পড়াশোনার ফাঁকে মাঝেমধ্যেই বন্ধুদের নিয়ে ঘুরতে, পার্টি করতে দেখা যায় তাঁকে। কখনও দেখা যায় ‘মিরর সেলফি’ তুলছেন অজয় কন্যা, আবার কখনও দেখা যায় বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় বসে চুটিয়ে আনন্দ করছেন। মাঝেমধ্যেই ভাইরাল হয় নাইসার নানান ছবি ও ভিডিও।

তারকা সন্তান হওয়ার সুবাদে এবং সোশ্যাল মিডিয়ার সৌজন্যে নাইসা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন। অজয়-কাজলের মেয়ে এতটাই বিখ্যাত হয়ে গিয়েছেন যে তিনি রীতিমতো অটোগ্রাফ বিলোচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা ফাঁস করেছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ অভিনেত্রী নিজে।

Kajol talks about daughter Nysa Devgan’s bollywood debut

নাইসার মতোই কাজল নিজেও তারকা সন্তান। সোমু মুখোপাধ্যায় এবং নামী অভিনেত্রী তনুজার মেয়ে তিনি। তবে তা সত্ত্বেও মেয়ে নাইসার মতো এত অল্প বয়সে জনপ্রিয় হননি তিনি। কাজলের কথায়, তাঁদের সময় সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না বলে যেমনভাবে ইচ্ছা ঘুরে বেরাতে পেরেছেন।

বলি সুন্দরী বলেন, ‘আমাদের জীবন অনেকটা সহজ ছিল। কিছু কিছু মানুষ জানতেন আমি তনুজার মেয়ে, ওই টুকুই। তবে এখনকার মতো না। সিঙ্গাপুরেও বাস থামিয়ে লোকজন নাইসার অটোগ্রাফ নিয়েছে’। শোনা গিয়েছে আগামী বছরই কাজল-কন্যার বলিউড ডেবিউ করতে চলেছেন। সত্যিই কি তাই? অভিনেত্রী বলেন, নিজের ইচ্ছা-অনিচ্ছা নাইসা এবং ছেলে যুগের ওপর চাপিয়ে দিতে চান না। বরং তাঁরা যেটা করতে চান সেটাতেই উৎসাহ দেবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥