• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেমন অহংকারী, তেমন কিপ্টে! গরিব শিশু ভিক্ষা চাওয়ার পর কাজলের ব্যবহার দেখে ক্ষুব্ধ নেটিজেনরা

বিনোদন দুনিয়ার তারকাদের প্রতি অনুরাগীদের সবসময় কড়া নজর থাকে। বলিউড (Bollywood) তারকাদের পিছু পিছু সব সময় ঘুরতে থাকেন পাপারাৎজিরা। আর এই পাপারাৎজিদের রেকর্ড করা নানান ভিডিওর সৌজন্যে যেমন মাঝেমধ্যে চরম কটাক্ষের শিকারও হতে হয় অনেক তারকাকে। সম্প্রতি যেমন হয়েছে বলি সুন্দরী কাজলের (Kajol) সঙ্গে।

সম্প্রতি একটি শপিং মলের বাইরে কাজলকে ক্যামেরা বন্দি করে পাপারাৎজি। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে সেই ভিডিও। সেখানে দেখা গিয়েছে, কাজল মলের গেট থেকে বেরনোর পর থেকেই তাঁর সঙ্গে সঙ্গে হাঁটছিলেন একটি পুঁচকে মেয়ে। বাচ্চা মেয়েটির মাথায় হাত রেখে আদরও করেন অভিনেত্রী।

   

Kajol Devgan

এরপর হাঁটতে হাঁটতে গাড়ির দিকে এগিয়ে যান অজয় দেবগণের ঘরণী। কাজল গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিলে মেয়েটি জানালার কাঁচে টোকা মেরে তাঁর কাছে কিছু টাকা ভিক্ষা চায়। এরপর গাড়ির দরজা খুলে তাঁর হাতে একটি নোট গুঁজে দেন অভিনেত্রী।

মেয়েটিকে টাকা দেওয়া হয়েছে দেখেই আর একটি শিশু এসে কাজলের গাড়ির জানালায় টোকা মেরে কিছু টাকা চাইতে থাকে। অভিনেত্রী তাঁকে দেখে হাত নাড়লেও টাকা দেননি। বরং গাড়ির কালো কাঁচ তুলে দেন তিনি। কাজলের এই কাজ দেখেই চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘একজনকে টাকা দিলেন, আর একজনকে দিলেন না। কাজলের কাছে কি টাকা কম পড়েছে?’ আর একজন আবার লিখেছেন, ‘বাড়ি, গাড়ি, এত টাকা সব তো রয়েছে কাজলের। এই দু’টো বাচ্ছাকে যদি ১০০ দিতেন তাহলে কী এমন ক্ষতি হতো কাজলের?’

Kajol

নেটিজেনদের একাংশ কাজলের এই ব্যবহার দেখে চটে গেলেও, আর একাংশ কিন্তু তাঁকে সমর্থনই করেছেন। তাঁদের মতে, দু’জনের হাতে টাকা না দিয়ে ভালোই করেছেন বলি অভিনেত্রী। এই বাচ্চারা তারকাদের দেখলেই টাকা চায়। নিজেদের ‘ইমেজ’ ধরে রাখতে তারকারাও টাকা দিয়ে দেন। এতে আসলে বাচ্চাগুলিই খারাপ হয়ে যায়। পরিশ্রম করে টাকা কামানো নয় বরং বিনা পরিশ্রমে ভিক্ষা করাটাই তাঁরা পেশা হিসেবে বেছে নেয়। এই শিশুদের হাতে টাকা না দিয়ে কিছু খাবার কিনে দেওয়ায় শ্রেয় বলে মত অনেকের।

site