• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় জীবনের ৩০ বছরপূর্তি, ভিডিওতে স্ত্রী কাজলকে অভিনন্দন অজয়ের, শুভেচ্ছায় ভরাল নেটিজেনরাও

Published on:

Kajol completes 30 years in Bollywood Ajay Devgan Congratulates

বলিউডের অন্যতম নামী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কাজল (Kajol)। তনুজা কন্যা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রীও বটে। এবার সেই নায়িকাই দেখতে দেখতে বলিউডে ৩০ বছর (30 years) পার করে ফেললেন। ১৯৯২ সালে এই জুলাইয়েই বলিপাড়ায় (Bollywood) যাত্রা শুরু হয়েছিল অভিনেত্রীর।

৩০ বছর আগে ‘বেখুদি’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন কাজল। এরপর থেকে শুধুই এগিয়ে যাওয়া। নিজের তিন দশক দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছেন তিনি। কখনও তিনি রাহুলের অঞ্জলি, আবার কখনও তিনি ‘হেলিকপ্টার ইলা’। তবে চরিত্র যেমনই হোক না কেন, কাজল নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে তা অত্যন্ত সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন।

Kajol,Kajol completes 30 years in bollywood,Ajay Devgan,Ajay Devgan on Kajol,bollywood,entertainment,কাজল,অজয় দেবগণ,বলিউড,বিনোদন

বলিউডে ৩০ বছর পূরণের এই বিশেষ দিনে অভিনেত্রী সামাজিক মাধ্যমে একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘গতকাল আমায় কেউ একজন জিজ্ঞেস করেছিলেন আমার কেমন লাগছে? সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করতে পারব না। শুধু এটুকুই বলব, নিঃশর্তভাবে আমায় এত ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। তাই ৩০ বছর সম্পূর্ণ হওয়ায় চিয়ার্স এবং এখনও এই সময়টা গুনতে থাকি। আর ঈশ্বরের কৃপা থাকলে আরও ৩০ বছর কাজ করব’।

Kajol completes 30 years in bollywood

কাজলের শেয়ার করা ভিডিওয় দেখা গিয়েছে, তাঁর কেরিয়ারের বিশেষ বিশেষ কিছু ছবির মন্তাজ। সেই তালিকায় রয়েছে অভিনেত্রীর ডেবিউ ছবি ‘বেখুদি’ থেকে শুরু করে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘গুপ্ত’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘ফানা’, ‘মাই নেম ইজ খান’, ‘হেমিকপ্টার ইলা’, ‘তানহাজি’ এবং ‘ত্রিভঙ্গ’এর মতো ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

স্ত্রীয়ের কেরিয়ারের এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি বলিউড সুপারস্টার অজয় দেবগণ। ‘সিংঘম’ অভিনেতা ‘তানহাজি’ ছবির একটি গানে তাঁর এবং কাজলের নাচের একটি দৃশ্যের ছবি শেয়ার করে লিখেছেন, ‘সিনেমার দুনিয়ায় তিন দশক। আর তুমি এখনও তৈরি। সত্যি কথা বলতে সবে শুরু হয়েছে। আরও মাইলস্টোন, সিনেমা এবং স্মৃতির অপেক্ষায় রইলাম’।

নিজের তিন দশকের বলিউড কেরিয়ারে কাজল অজয়ের সঙ্গে একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন। বলিউডের অন্যতম হিট জুটির মধ্যে একটি জুটি হল তাঁদের। ‘ইশক’, ‘প্যায়ার তো হোনা হি থা’, ‘দিল ক্যায়া করে’ এবং জাতীয় পুরস্কার জয়ী সিনেমা ‘তানহাজি’তে একসঙ্গে অভিনয় করেছেন বলিউডের এই তারকা দম্পতি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥