• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হঠাৎ যদি নায়শা আরিয়ানের সাথে পালিয়ে যায়? করনের প্রশ্নে চিন্তায় পড়ে যায় শাহরুখ কাজল

Published on:

বলিউডের কিং শাহরুখ খান ও কাজলের জুটি ইন্ডাস্ট্রিতে বেশ প্রসংশিত। এবার কাজল  নিজের  মন্তব্যের জেরে উঠে এলেন খবরের শিরোনামে। আসলে সোশ্যাল মিডিয়াতে কাজলের একটি ভিডিও ভাইরাল হয়েছে,যেখেনে কাজলের মন্তব্যের জেরে হতবাক কিং শাহরুখ খান।

সম্প্রতি, কফি উইথ করণ শো এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। শোতে একটি রাউন্ড ছিল রেপিড ফায়ার নাম। যেখানে আগত অতিথি অর্থাৎ কাজল কে কিছু প্রশ্ন করা হয়েছিল যার উত্তর খুব দ্রুত দিতে হত কাজলকে। শোতে কাজল ছাড়াও শাহরুখ খান ও রানী মুখার্জী উপস্থিত ছিলেন। সেখানে কাজল কে করণ জিজ্ঞাসা করেছেন, হটাৎ যদি শাহরুখ খানের ছেলে আরিয়ান ও কাজলের মেয়ে নায়াশা পালিয়ে যায় তাহলে তার প্রতিক্রিয়া কি হবে কাজলের?

প্রথমে এই প্রশ্ন শুনে খানিকটা অবাক হলেও কাজল বলেন “কি আর হবে, দিলওয়ালে দুলহা যে জায়েঙ্গে” অর্থাৎ দিলওয়ালে বড় নিয়ে যাবে। কাজলের এই উত্তরের বেশ খানিকটা বিভ্রাট হয়ে পড়েন শাহরুখ খান। শাহরুখ কাজলের এই বক্তব্য শুনে বলেন , “আমি রসিকতা বুঝতে পারিনা। তবে, কাজল আমার আত্মীয় হয়ে যাবে! আমি তো ভাবতেও পারিনা”। শাহরুখ খানের এমন উত্তরে হাসতে থাকেন সেখানে উপস্থিত কাজল ও রানী মুখার্জী দুজনেই।

https://www.instagram.com/tv/CBXR_qfgI9g/

প্রসঙ্গত, কন্যা দিবসে কজন মেয়ে নায়াশার উদ্দেশ্যে লিখেছিলেন, “আমার প্রিয় কন্যা, তোমার দৃষ্টি ভঙ্গি আমার পছন্দ। এটা সর্বদাই আমার থেকে কিছু তা হটকে, যেটা নিজেকে ও সমস্ত কিছুকে সম্পূর্ণ আলাদা একটা উপায়ে দেখায়। এটা আমার পক্ষে করাটা খুবই  কঠিন”। সাথে কাজল নিজের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন যে ছবিটি নায়াশারই  তোলা। বর্তমানে নায়াশা সিঙ্গাপুরে আছে। সেখান থেকে সে তার পড়াশোনা শেষ করছে। এদিকে তার মা অর্থাৎ কাজলা চেন মুম্বাইতে বাবা অজয় দেবগনের সাথে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥