• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেজাজ হারিয়ে অজয়কে মারতে জুতো তুলে নিলেন কাজল! তারপর যা হয়েছিল

বলিউড ফিল্ম ইণ্ডাষ্ট্রির অন্যতম জনপ্রিয় দম্পতি অজয় দেবগন ও কাজল। তাদের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণের কথাও সকলেরই জানা। দীর্ঘ দিনের সুখী দাম্পত্য তাদের। কাজল যেমন হাসিখুশি-ছটফটে, অজয় ঠিক ততটাই গম্ভীর চুপচাপ। কিন্তু তাদের বন্ধুত্বপূর্ণ প্রেমই হল তাদের সম্পর্কের আসল রসায়ন।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে উঠে এলো তাদের খুনসুটির নজির। এমনিয়ে বলিউডের কোনও পার্টি বা অনুষ্ঠান খুব একটা পছন্দ করেন না অজয় দেবগণ। এসব এড়িয়ে থাকতেই পছন্দ করেন অভিনেতা। একবার কফি-উইথ করণ শো-তে আমন্ত্রণ পান কাজল-অজয়।আর সেইখানেই অজয়ের কথায় বেজায় চটে যান কাজল।

করণ কাজলজে জিজ্ঞেস করেন, এই প্রজন্মেরকোন অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে চান? উত্তরে অজয় ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে বলে ওঠেন, “মানে অভিনেতার মায়ের ভূমিকায়?” আর এই শুনেই মেজাজ হারান কাজল। অজয়কে মারতে জুতো পর্যন্ত তুলে নেন হাতে। এমনকি কাজল তার প্রতিক্রিয়ায় এও বুঝিয়ে দেয় যে, বলিউডের এভারগ্রিন তারকা কাজল। তাকে কোনোদিনই মায়ের ভূমিকায় অভিনয় করতে হবেনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥