• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা দিবসেই প্রথমবার সদ্যজাত ছেলের ছবি শেয়ার করলেন কাজল আগরওয়াল! সোনাকে দিলেন বিশেষ বার্তা

Kajal Agarwal Becames Mother of First child gave birth to baby boy

সম্প্রতি প্রথমবার মাতৃত্বের স্বাদ পেয়েছেন ‘সিংহম’ খ্যাত অভিনেত্রী কাজল আগরওয়াল (Kajal Agarwal Became mother)। গত ১৯ শে এপ্রিল মা হয়েছেন কাজল। ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কাজল এবং গৌতম কিচলুর কোল আলো করে এসেছে পরিবারের ছোট্ট সদস্য৷ দু’জনের চোখের মণি এই পুচকের নাম তারা আদর করে রেখেছেন নীল। এখনও একমাস ও বয়স হয়নি নীলের৷

প্রতিটা নারীর কাছেই প্রথম বার মা হওয়ার আনন্দ যেন স্বর্গীয় অনুভূতি। ১০ মাস ১০ দিন গর্ভে পালন করার পর যখন প্রথমবার কোনোও মেয়ে মা ডাক শোনে, তখন জীবনের  সমস্ত আনন্দ যেন তার কোলে এসে জড়ো হয়। আজ আন্তর্জাতিক মাতৃ দিবসটা যে স্বভাবতই অভিনেত্রী কাজল আগরওয়ালের কাছে খুব স্পেশাল তা আর বলার অপেক্ষা রাখেনা।

Kajal Agarwal gives birth to baby boy

তাই এই বিশেষ দিনেই ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করলেন অভিনেত্রী। প্রথমবার সদ্যজাতর ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন লম্বা বার্তা। ছবিতে দেখা যাচ্ছে, মায়ের বুকে নিশ্চিন্তে মাথা রেখে ঘুমিয়ে রয়েছে সে। তবে এবারেও ছেলের মুখ প্রকাশ্যে আনেননি তিনি।

অভিনেত্রী লিখলেন, “তুমি জানোনা তুমি আমার কতটা স্পেশাল। যেই মুহূর্তে আমি তোমায় প্রথম কোলে নিয়েছিলাম, তোমার ছোট্ট হাত আমার হাত চেপে ধরেছিল। তোমার উষ্ণ প্রশ্বাস পেয়েছিলাম, তোমার সুন্দর চোখদুটো দেখেছিলাম, আমি বুঝেছিলাম তোমায় সারা জীবনের জন্য ভালোবেসে ফেলেছি। তুমি আমার প্রথম সন্তান। আমার প্রথম ছেলে। আমার অনেক কিছুর প্রথম। সামনের দিনগুলোয় হয়তো আমি তোমায় অনেককিছু শেখাব। তবে এর মধ্যেই তুমি আমায় অনেক কিছু শিখিয়ে ফেলেছ। তুমি আমাকে শিখিয়েছ ভালো মা হতে কী কী লাগে! তুমি আমাকে নিঃস্বার্থ হতে শিখিয়েছ। খাঁটি ভালোবাসার অর্থ বুঝিয়েছ। তুমি আমার হৃদয়ের অংশ। ” তিনি আরও লেখেন, ‘…তুমিই আমার সূর্য, তুমিই চাঁদ, আর আমার সব তারা ছোট্ট সোনা। এটা কোনওদিন ভুলে যেও না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥