• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুরুষ ভক্তদের জন্য দুঃসংবাদ! সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাজল,জানুন কে সেই ভাগ্যবান

বিয়ে করতে চলেছেন হিন্দি,তেলেগু ও তালিম চীন চলচিত্র জগতের বিখ্যাত অভিনেত্রী কাজল আগারওয়াল। আগামী ৩০ শে অক্টোবর বিয়ে করতে চলেছেন এই  সুন্দরী অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টার মাধ্যমে এই কথা জানিয়েছেন সকলকে। বিসনেসম্যান গৌতম কিচলুকে বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী। 

অভিনেত্রীর ফ্যানেরা তার বিয়ের খবর শুনে রীতিমত মত বিস্মিত। অভিনেত্রীকে ভগ্ন-হৃদয়ে শুভেচ্ছা জানিয়েছেন অগনত অনুগতরা। তবে  বিয়ের পরেও তিনি সিনেমাতে কাজ চালিয়ে যাবেন জানিয়েছেন। যা দর্শকদের জন্য খানিকটা স্বস্থির।

   

https://www.instagram.com/p/CF_boUwHquE/

সোশ্যাল মিডিয়াতে একটি সুন্দর কার্ড মত পোস্ট করেছেন অভিনেত্রী,লিখেছেন ” এটা বলতে আমার খুবই ভালো লাগছে যে আমি গৌতম কিচলুকে বিয়ে করতে চলেছি। আগামী ৩০সে অক্টোবর মুম্বাইয়ে একটি ছোট্ট প্রাইভেট অনুষ্ঠানের মধ্যেই আমি বিয়ে সম্পন্ন করতে চলেছি।মহামারী করোনা আমাদের আনন্দের ওপর একটি নিবিড় আলোকপাত করেছে,কিন্তু আমি ও গৌতম আমাদের নতুন জীবন শুরু করার জন্য রোমাঞ্চিত।আমি জানি আপনারা সকলে আমাদের আশীর্বাদ করবেন। ধন্যবাদ এত বছর ধরে আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবার জন্য, আমরা দুজনেই আপনাদের আশীর্বাদ প্রার্থনা কামনা করি আমাদের জিতুন যাত্রার জন্য। ”

সাথে অভিনেত্রী আরো জানান “আমি আমার কাজ চালিয়ে যাবো, আমি দর্শকদের এন্টারটেইন করতে খুব ভালোবাসি”। শেষে আবারো একবার ধন্যবাদ জানিয়েছেন অশেষ সাপোর্ট এর জন্য।

এবার আপনাদের মনে প্রশ্ন হতেই পারে কে এই গৌতম কিচলু ?

যেমনটা জানা যাচ্ছে, গৌতম কাচলু একজন ব্যবসায়ী। যিনি বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জা বা ইন্টেরিয়র ডিসাইন এর একটি ই-কমার্স প্লাটফর্ম “ডেসার্ন লিভিং” এর মালিক।

site