• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কলকাতার বুকে একসাথে ‘কাঁচা বাদাম’ ভুবন বাদ্যকার ও ভাইরাল মিলন কুমার, সেরা কে? রইল ভিডিও

আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া (Social Media) খুবই শক্তিশালী একটি মাধ্যম। কপালে থাকলে রাতারাতি ভাইরাল হয়ে সেলেব্রিটি হয়ে যাওয়া যায় এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই। ঠিক যেমনটা বীরভূমের ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গায়ক ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) কিংবা বর্ধমানের ভাইরাল গায়ক মিলন কুমার (Milan Kumar)। দুজনেই নিজেদের গানের দৌলতে আজ বাংলা তো বটেই গোটা ভারতবর্ষে ব্যাপক জনপ্রিয়।

প্রথমে আসা যাক ভুবন বাবুর কথায়, বীরভূমের দূবরাজ্ পুরের কুড়ালজুড়ির বাসিন্দা তিনি। পেশায় ছিলেন বাদাম বিক্রেতা, কাঁচা বাদাম বিক্রি করতেন মোবাইল ভাঙা, গয়না ইত্যাদির বিনিময়ে। বিক্রি বাড়ানোর জন্যই গান বানিয়েছিলেন, সেটা গিয়েই খদ্দের আকর্ষণ করতেন। এই গানের ভিডিও কোনো একজন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। তারপরেই বদলে যায় ভুবন বাবুর ভাগ্য।

   

Bhuban Badyakar,Milon Kumar,Rishan Rohan,Viral Song,Kacha Badam,কাঁচা বাদাম,মিলন কুমার,ভুবন বাদ্যকর,ভাইরাল ভিডিও

‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার পর একপ্রকার সেলিব্রিটি হয়ে যান ভুবনবাবু। একাধিক ভাষায় মিউজিক ভিডিও থেকে অনুষ্ঠানে ডাক সবই হতে থাকে। এমনকি আজ তাঁর পাকা বাড়ি, চারচাকা গাড়ি থেকে শুরু করে দামি আইফোন সবই রয়েছে। এছাড়াও ইউটিউবেও একটি চ্যানেল খুলে ফেলেছেন বাদামকাকু। সেখানেও লক্ষাধিক ফলোয়ার অপেক্ষায় থাকেন তাঁর নতুন ভিডিওর জন্য।

এবার আসা যাক বর্ধমানের মিলন কুমারের প্রসঙ্গে। পূর্ব বর্ধমান জেলার নিত্যানন্দপুরের বাসিন্দা মিলন কুমারবাবু। গান গাওয়াই তার পেশা, ছোট থেকেই গরিব পরিবারে বড় হয়েছেন। ছোট বেলা থেকেই গানের প্রতি আকর্ষণ ছিল, বাবার থেকেই শিখেছিলেন গান। প্রথাগত কোনো সংগীত শিক্ষা নেই, তবে যেটুকু শিখেছেন তা মানুষের মন জিতে নেওয়ার জন্য যথেষ্ট।

Milon Kumar singing viral video

প্রতিদিন রোজ সকালে উঠে বর্ধমান শহরের কাটোয়া লোকালে হাজির হতেন মিলনবাবু। সেখানেই যাত্রীদের নিজের গান শোনান, তারা খুশি হয় যা দেন তা দিয়েই চলে সংসার। দীর্ঘদিন ধরে বাঁশ আর ত্রিপল দিয়ে ঘেরা কুঁড়েঘরেই স্ত্রী, বোন, অসুস্থ বাবা মা ও দুই সন্তান নিয়ে কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন তিনি।

তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁরও ভাগ্য খুলেছে। নেটপাড়ায় তাঁর একাধিক গানের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। এরপর এক ভিডিও কনটেন্ট ক্রিকেটার রিসান রেহানের সাথে কলকাতা ঘুরে বেরিয়ে, গঙ্গা ভ্রমণ করে কিশোর কুমারের গান গেয়েছেন তিনি। সেই ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে।

সম্প্রতি কলকাতায় গানের রেকর্ডিংয়ের জন্য গিয়েচিলেন মিলন কুমার ও রিসান রেহান। আর সেদিনেই কলকাতার স্মার্ট পার্কে সস্ত্রীক ঘুরতে গিয়েছিলেন ভুবন বাদ্যকর। দুই ভাইরাল গায়ককে একসাথে নিয়েই একটি খাওয়া দাওয়া গান ও আড্ডার ভিডিও তৈরী করেছেন রিসান রেহান। আর সেই ভিডিও শেয়ার করেছেন ইউটিউবে। যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে।