• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আর বাদাম বেচব না’, কাঁচা বাদাম গানেই সেলেব্রিটি ভুবন বাদ‍্যকর, টাকা পেয়েই নিলেন বড় সিদ্ধান্ত!

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ এই গানটা এতদিনে বাচ্চা থেকে বুড়ো সবার শোনা হয়ে গিয়েছে। ‘কাঁচা বাদাম’ (Kacha Badam Song) গানের জেরেই রীতিমত রাতারাতি সেলেব্রিটি হয়ে গিয়েছেন বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ‍্যকর (Bhuban Badyakar)। এক কথায় বাদাম বিক্রির জন্য বাঁধা গানেই বদলে দিয়েছে তাঁর ভাগ্য। আর এবার বড়সড় সিদ্ধান্ত নিলেন ভুবনবাবু।

আসলে আজকাল সোশ্যাল মিডিয়াতে কখন যে কি ভাইরাল হয়ে পরে সেটা বলা খুবই মুশকিল। দীর্ঘদিন ধরেই কখনো সাইকেলে তো কখনো বাইকে করে বাদাম বিক্রি করতে বেরিয়ে পড়তেন ভুবনবাবু। বাদাম বিক্রির জন্য বেশ মজার গানও বেঁধেছিলেন, যেটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে কেউ একজন শেয়ার করে দেয়। যার রিমিক্স ভিডিও তৈরী হবার পরেই ব্যাপক ভাইরাল হয়ে পরে গানটি।

   

Kacha Badam Song,Bhuban Badyakar,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,Kacha Badam Singer Bhuban Badyakar,Kacha Badam,কাঁচা বাদাম গান

সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি সকলের মন জিতে জিতেছে এই কাঁচা বাদাম গান। এমনকি দেশে তো বটেই দেশের বাইরেও ভিন্ন ভাষায় ভিন্ন ভাবে তৈরী করা হয়েছে কাঁচা বাদাম গানটিকে। এদিক প্রথমে গান ভাইরাল হলেও কোনো টাকা পয়সা পাননি তিনি। এরপর পুলিশের দ্বারস্থ হয়ে নিজের নাম কপিরাইটের ব্যবস্থা করেন। আনুষ্ঠানিকভাবে কাঁচা বাদাম গোধূলিবেলা মিউজিক সংস্থায় ‘কাঁচা বাদাম’ গানটি রেকর্ড করেন তিনি।

Badam Badam Singer Bhuban Badyakar records song in studio বাদাম কাকু ষ্টুডিওতে গান রেকর্ড

এরপর কি হয়েছে সেটা সবাই জানেন, সুপার হিট হয়েছে সেই গান। ইতিমধ্যেই হিন্দি, হারিয়ানভি,ভোজপুরি একাধিক ভাষায় তৈরী হয়ে গিয়েছে গান। তবে এবার  টাকার জন্য বড় সিদ্ধান্ত নিলেন ভুবনবাবু। গোধূলিবেলা মিউজিক সংস্থাকে নিজের গানের কপিরাইট দিয়ে দিলেন ভুবনবাবু। মোট তিন লক্ষ্য টাকার চুক্তি হয়েছে সংস্থা ও তাঁর মধ্যে।

https://youtu.be/58CNG2IBnvw

ইতিমধ্যেই চুক্তির দেড় লক্ষ টাকা পেয়েও গিয়েছেন ভুবনবাবু। বাকি টাকা পেয়ে যাবেন আগামী সপ্তাহের মধ্যেই। এই টাকা পেয়ে দারুন খুশি তিনি। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান, আর বাদাম বিক্রি করবেন না তিনি। কারণ এখন তিনি সেলেব্রিটি হয়ে গিয়েছেন। দেশে তো বটেই বিদেশেও তাঁর গান জনপ্রিয়। তাছাড়া তাঁর থেকে কেউ একজন আর বাদাম কিনবে না।

site