• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কপাল খুলে গেল বাদাম কাকুর! বিদেশী গায়কের সাথে গানের অফার পেলেন ভুবন বাদ্যকর

Updated on:

Kacha Badam SInger Bhuban Badyakar got Offer from International Singer

রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ভাগ্য বদলে বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) এখন সেলিব্রিটি। ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান ব্যাপক ভাইরাল হতেই বিগত বেশ কয়েকদিন ধরেই  চুটিয়ে স্টারডম উপভোগ করছেন তিনি। তবে এবার আরও বড়মাপের তারকা হতে চলেছেন বাদাম কাকু। কেন? কারণ এবার বিদেশী গায়কের সাথে গানের অফার পেলেন ভুবন বাদ্যকর।

ইন্টারনেটের মাধ্যমে ‘কাঁচা বাদাম’ গান দেশের গন্ডি পেরিয়ে অনেক আগেই ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। অনেক বিদেশী সুরকারের তাঁর গানের রিমেক ভার্শন তৈরী করেছেন। সাথে তাকে সাহায্যও করেছেন সাধ্যমত। জনপ্রিয়তা পেয়ে কপাল ফিরেছে ভুবন বাবুর। এখন আর বাদাম বিক্রি করতে হয় না তাঁকে। বরং নিজের গানের জেরেই বেশ কিছু টাকা উপার্জন করেছেন তিনি।

Kacha Badam,Bhuban Badyakar,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,Bhuban Badyakar New Song,ভুবন বাদ্যকরের নতুন গান,international singer,collaborating with an international singer,Bhuban Badyakar with International Singer,বিদেশী গানে অফার পেলেন ভুবন বাদ্যকর

জেলা ও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছেন তিনি। সাথে নতুন গানও গাইছেন। এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও গানের অ্যালবামে গান গাওয়ার জন্য ডাক পেয়েছেন ভুবনবাবু। তবে এবার যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু আরও বিশাল ব্যাপার। ঘনিষ্ঠ সূত্রমতে জানা যাচ্ছে বাদামকাকু ভুবন বাদ্যকর এবার বিদেশী গায়কের সাথে গানের সুযোগ পেতে চলেছেন। গায়কের এজেন্ট নিজেই তাকে যোগাযোগ করেছেন ও তাঁর মত চেয়েছেন।

Kacha Badam,Bhuban Badyakar,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,Bhuban Badyakar New Song,ভুবন বাদ্যকরের নতুন গান,international singer,collaborating with an international singer,Bhuban Badyakar with International Singer,বিদেশী গানে অফার পেলেন ভুবন বাদ্যকর

যদিও কোন বিদেশী গায়কের সাথে চুক্তি করতে চলেছেন সেটা প্রকাশ্যে আনেননি ভুবনবাবু। তবে সিদ্ধান্ত নেবার আগে ভালো করে সবদিক দেখে নিতে চান। কারণ সম্প্রতি নিজেকে সেলেব্রিটি হিসাবে দাবি করেন। সাথে বলেন সেলিব্রিটি হয়ে গেছি তাই বাদাম বিক্রি করব না। এরপর নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাকে। এরপর নিজেই আবার ক্ষমা চেয়েছেন সাংবাদিকদের কাছে সাক্ষাৎকারে। তিনি বলেছেন, ‘আমি সেলিব্রিটি মানেটাই বুঝি না। মানুষই আজ ভালোবেসে আমায় এই জায়গায় এনেছে। ভুল করে বলে ফেলেছি। মানুষ যদি পাশে না থাকে তাহলে আবার নিশ্চই বাদাম বিক্রি করব’।

মাঝে লাইভ শো করছিলেন ভুবনবাবু, তবে বর্তমানে সেটা বন্ধ রয়েছে। কারণ গানের কপিরাইট বেচে পাওয়া টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড চারচাকা কিনেছিলেন তিনি। সেটাকে চলতে গিয়ে ঘটে দুর্ঘটনা, যার জেরে হাসপাতালে ভর্তি হতে  হয়েছিল তাকে। তবে বর্তমানে সুস্থ রয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥