• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্রেকিং : গাড়ি দুর্ঘটনার সম্মুখীন কাঁচা বাদাম গায়ক ভুবন বাদ্যকর, ভর্তি রয়েছেন হাসপাতালে

ছোট থেকে বড় সবার সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই রয়েছে ‘কাঁচা বাদাম’ গান (Kacha Badam Song)। গানের জেরেই সেলেব্রিটিতে পরিণত হয়েছে ভুবন বাবু। এবার খবর মিলল দুর্ঘটনার কবলে পড়েছেন কাঁচা বাদাম গায়ক ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)।আহত হয় ভর্তি হয়েছেন সিউড়ি হাসপাতালে।

যেমনটা জানা যাচ্ছে কিছুদিন আগেই নিজের জন্য একটি পুরোনো চর্চাকে গাড়ি কিনেছেন তিনি। গাড়ি কিনে শিখছিলেন গাড়ি চালানো। সেই গাড়ি চালানো শেখার সময়েই ঘটেছে অঘটন। শেখার সময় আচমকাই দেওয়ালে ধাক্কা মারে গাড়ি। দেওয়ালের সাথে গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছে বাদাম কাকু। মুখে ও বুকে আঘাত পেয়ে আপাতত সিউড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

   

Kacha Badam,Bhuban Badyakar,Bhuban Badyakar Accident,Bhuban Badyakar Hospitalised,ভুবন বাদ্যকর,কাঁচা বাদাম

জানা যাচ্ছে ইতিমোধ্যেই বুকের এক্সরে করা হয়েছে। ডাক্তারের চিকিৎসা করছেন ভুবনবাবুর। কাল পর্যন্ত  প্রিয় শিল্পীকে সুস্থ সবল গান গাইতে দেখেছিলেন নেটিজেনরা। তাঁর এমন দুর্ঘটনার খবর পেয়ে অনেকেই চমকে গিয়েছেন। তাঁর এই দুর্ঘটনার কথা প্রকাশ পেতেই চিন্তায় পড়েছেন অনুরাগীরা। ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য কামনা করছেন।

কিছুদিন আগেই ভুবনবাবু ঘোষণা করেন কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ায় মানুষের থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন তাতে তিনি ধন্য। সেলেব্রিটি হয়ে গিয়ে আর বাদাম বিক্রি করবেন না বরং এবার গানের জগতেই মনোনিবেশ করবেন। কলকাতার এক ফাইভ ষ্টার হোটেলে দেখা গিয়েছিল তাকে গান গাইতেও। সেই ভিডিও নেটপাড়ায় বেশ ভাইরাল হয়ে পড়েছিল। তবে হোটেলে গান গাইতে দেখে একপ্রকার বিরূপ প্রতিক্রিয়া মিলেছিল।