সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ ‘কাঁচা বাদাম’ গান শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া একপ্রকার অসম্ভব। ভাইরাল হওয়ার পর থেকেই নেটপাড়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে এই গান। ফেসবুক ইউটিউব থেকে সর্বত্রই বাজছে কাঁচা বাদাম গান। বলতে গেলে একটা গানই ভাগ্যবদল দিয়েছে ভুবনবাবুর। ইতিমধ্যেই একাধিক রিমেক হয়ে গিয়েছে গানটির তবে এবার হারিয়ানভি ভাষায় তৈরী হল ‘কাঁচা বাদাম রিমিক্স (Kacha Badam Remix)’।
আসলে বর্তমান সময় কোনোকিছু যদি একবার নেটিজেনদের মনে ধরে যায় তাহলে সেটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। ঠিক যেমনটা কিছুদিন আগে মানিকে মাগে হিথে গানের সাথে হয়েছিল। ভাষার বাঁধন ছাড়িয়েই ছড়িয়ে পড়েছিল গোটা পৃথিবীব্যাপী তেমনই ‘কাঁচা বাদাম’ গানের সাথেও হয়েছে। সাধারণ একজন ফেরিওয়ালার বাদাম বিকৃতি অভিনব গান মনে ধরেছে সকলের। তাই একে একে এই গানেও তৈরী হচ্ছে রিমেক।
সম্প্রতি নতুন যে রিমেকটি তৈরী হয়েছে, সেটি হারিয়ানভি ভাষায়। অমিত ধুল নামের হারিয়ানভি গায়কের সাথে মিলে নতুন এক কাঁচা বাদাম রিমিক্স তৈরী করেছেন ভুবনবাবু। যা বিগত ৫ই ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। আর রিলিজের পর থেকেই সুপারহিট হয়ে গিয়েছে হারিয়ানভি কাঁচা বাদাম। মিউজিক ভিডিওটিতে ভুবন বাদ্যকর, অমিত ধুলের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিশা ভাটকেও দেখা গিয়েছে।
নতুন এই গান ইতিমধ্যেই প্রায় ৬০ লক্ষ দর্শকের কাছে পৌঁছে গিয়েছে। গানের ভিডিওতে দেখা যাচ্ছে, চোখে সানগ্লাস দিয়ে ফুল সোয়াগে রয়েছে ভুবনবাবু। এই একটা গানের জেরেই ভাগ্য বদলে গিয়েছে বাদাম কাকুর। একসময় যিনি গ্রামে ঘুরে ঘুরে কাঁচা বাদাম ফেরি করতেন তিনি আজ সেলেব্রিটিতে পরিণত হয়েছেন।
https://youtu.be/uiqrngFTX5k
প্রসঙ্গত, কিছুদিন আগে বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরিতে হাজির হয়েছিলেন ভুবন বাদ্যকর। সৌরভ গাঙ্গুলির সাথে দেখা করে ও খেলতে পেরে তিনি দারুন খুশি। বীরভূম থেকে দাদার জন্য বাদাম উপহার নিয়ে গিয়েছিলেন তিনি। সেই এপিসোডের বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে।