• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমিকের সাথে পালাল ‘বাদাম কাকু’র মেয়ে! মাথায় বাজ পড়ল ভুবন বাদ্যকরের

Published on:

Kacha Badam fame Bhuban Badyakar daughter has ran away from house

ইন্টারনেট সেনসেশন ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) জীবন একের পর এক ‘টুইস্ট অ্যান্ড টার্ন’ নিয়েই চলেছে। প্রথমে সাধারণ এক বাদাম বিক্রেতা থেকে রাতারাতি তারকা হয়ে যান তিনি। ভাইরাল হয়ে যাওয়ার পর থেকে তাঁর সাধাসিধে জীবনও বদলে যেতে শুরু করে। মাঝে কয়েকদিন লাইমলাইট থেকে দূরে সরে ছিলেন তিনি। তবে গত কয়েকমাস ধরে আবারো চর্চায় ‘বাদাম কাকু’ (Badam Kaku)।

ভুবন এক নামী সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় জানান, তাঁর গাওয়া ভাইরাল, বিখ্যাত গান ‘কাঁচা বাদাম’এর (Kacha Badam) কপিরাইট তিনি হারিয়েছেন। ‘বাদাম কাকু’ অভিযোগ করেন, সাধাসিধে মানুষ পেয়ে তাঁকে ঠকিয়ে সেই কপিরাইট হাতিয়ে নিয়েছেন এক ব্যক্তি।  এরপর থেকে আর নিজের সাধের ‘কাঁচা বাদাম’ গান গাইতে পারছেন তিনি।

Bhuban Badyakar, Bhuban Badyakar sad

এখানেই অবশ্য সমস্যার শেষ নয়, ভুবন এও জানিয়েছিলেন পাড়ার কিছু ছেলের দৌরাত্ম্যের কারণে নিজের ভিটেবাড়িও ছাড়তে হয়েছে তাঁকে। সব মিলিয়ে বড় রকমের সমস্যায় পড়েছিলেন তিনি। সেই সমস্যা কাটতে না কাটতেই এবার প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে গেল ‘বাদাম কাকু’র মেয়ে (Daughter)!

বিয়ের জন্য বাবা যে পাত্র পছন্দ করেছিলেন তাঁকে পছন্দ মনে ধরেনি ভুবনের মেয়ের। সেই জন্য প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়েন তিনি। মেয়ে বাড়ি ছেলে পালিয়ে যাওয়ায় মাথায় বাজ পড়েছে ‘বাদাম কাকু’। তবে এই সমস্যা ‘কাঁচা বাদাম’ গায়কের বাস্তব জীবনে হয়নি, বরং রিল লাইফে হয়েছে।

Bhuban Badyakar, Bhuban Badyakar sad, Bhuban Badyakar daughter, Bhuban Badyakar daughter ran away

আসলে কয়েকদিন আগেই জানা গিয়েছিল, গানের দুনিয়ায় নাম কামানোর পর এবার অভিনয় জগতে পা রাখতে চলেছেন ভুবন। একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন সকলের প্রিয় ‘বাদাম কাকু’। সেখানে নিজের চরিত্রের বিষয়ে কথা বলার সময় তিনি বলেছিলেন, মেয়ে ভালোবেসে বিয়ে করতে চাইলেও, সেই পথে বাধা হয়ে দাঁড়ায় বাবা।

মোট দু’দিন অভিনয় করেছেন ভুবন। পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ৪০ হাজার টাকা। ‘বাদাম কাকু’র কথায়, তাঁর গাওয়া গান মানুষের পছন্দ হয়েছে, মন ছুঁয়েছে। এবার তাঁর অভিনয় দক্ষতার সাক্ষী থাকছেন প্রত্যেকে। আর তাতেই তিনি খুশি। পাশাপাশি এও জানিয়েছেন, ভবিষ্যতেও যদি অভিনয়ের সুযোগ পান তাহলে তিনি আবারো অভিনয় করবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥