অঞ্জলি অরোরা (Anjali Arora), নামটা নিশ্চই সবার কাছেই বেশ পরিচিত। কেন? কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই রাতারাতি সেলেব্রিটি হয়ে পড়েন এটা আজকালকার দিনে সকলেরই জানা। কয়েক মাস আগেই ‘কাঁচা বাদাম’ (kacha badam song) গানে মেতে উঠেছিল বাচ্চা থেকে বুড়ো সকলেই। আর এই কাঁচা বাদাম গানেই কোমর দুলিয়ে রাতারাতি সুপার ভাইরাল হয়ে পড়েছিলেন অঞ্জলি অরোরা। সেই থেকেই তাঁর জনপ্রিয়তা রীতিমত তুঙ্গে।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর জনপ্রিয়তা বাড়তেই রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকেও ডাক মেলে। কঙ্গনা রানাউতের শো লক আপ এ প্রতিযোগী হিসাবে হাজির হয়েছিলেন অঞ্জলি অরোরা। এরফলে জনপ্রিয়তা আরও বেড়ে যায়। বর্তমানে সেলেব্রিটিদেরকেও হার মানিয়ে কয়েক কোটি ফলোয়ার রয়েছে তাঁর। তবে সম্প্রতি অঞ্জলি অরোরার ব্যক্তিগত ভিডিও এমএমএস ফাঁস (mms leaked) হয়ে যাওয়ায় তুমুল চর্চায় উঠে এসেছেন তিনি।
এমনিতেই ইন্টারনেটের যুগে কিছু ভাইরাল হতে বেশি সময় লাগে না। সেখানে সিলেব্রিটিদের এমএমএস হলে তো আর কথাই নেই! নিমেষের মধ্যে ছড়িয়ে পরে সেই সমস্ত ভিডিও এক্ষেত্রেও তাই হয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর স্বাভাবিকভাবেই ব্যাপক ট্রোলিং শুরু হয়েছে নেটপাড়ায়। তবে এই বিষয়ে এপর্যন্ত কোনো মন্তব্য করেননি অঞ্জলি অরোরা।
আলে ভিডিওতে আদৌ কি অঞ্জলি রয়েছেন নাকি তার মত দেখতে অন্য কেউ সেই নিয়েই শুরু হয়েছে একপ্রকার বিতর্ক! আবার নেটিজেনদের কিছু অংশের মতে যে ভিডিও ফাঁস হয়েছে তাতে অঞ্জলিকেই দেখা যাচ্ছে। তবে অফিসিয়াল কোনো প্রতিক্রিয়া যেহেতু মেলেনি তাই নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়।
এমএমএস নিয়ে যখন বিতর্ক আর জল্পনা চলছে তখন ভক্তদের জন্য একপ্রকার সারপ্রাইজ দিয়েছেন অভিনেত্রী নিজেই। বুধবার সকালে নিজের ইনস্টাগ্রামে একটি নতুন মিউজিক ভিডিওর ছোট্ট ট্রেলার শেয়ার করেছেন। যেখানে নতুন ‘সাইয়া’ গানে নাচতে দেখা গিয়েছে তাকে।
প্রসঙ্গত, গতকালই নতুন মিউজিক ভিডিওটি রিলিজ হয়েছে। আর রাতারাতি ভিডিওতে দর্শকের সংখ্যা প্রায় ৪০ লক্ষ ছুঁই ছুঁই। হয়তো ২৪ ঘন্টা পেরোনোর আগেই ৫০ লক্ষ ভিউ হয়ে যাবে অঞ্জলি অরোরার নতুন এই মিউজিক ভিডিওতে।