• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এটাই কি বাংলার সংস্কৃতি!’ বসন্ত উৎসবে হল ‘কাঁচা বাদাম’ গান, নেটপাড়ায় ট্রোলিংয়ের শিকার ইমন

সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই রাতারাতি সেলেব্রিটি হয়ে গিয়েছেন। কিছুদিন আগেই ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান সুপার ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়। সেই গানের জেরে সেলেব্রিটি হয়ে গিয়েছেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তাঁর গানের একাধিক রিমেক তৈরী হয়েছে, বড় বড় সেলিব্রিটিরাও সেই গানে রিল বানিয়ে শেয়ার করেছেন। কিন্তু নিজের গানের জন্যই আবার বহুবার নেটিজনদের কাছে কটাক্ষের সম্মুখীন হয়েছেন ভুবনবাবু।

সম্প্রতি আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসবের। সেখানে ইমন চক্রবর্তী পাশাপাশি দেখা গেল বাদামকাকু ভুবন বাদ্যকরকে। বাদামকাকুকে দিয়ে মঞ্চে ‘কাঁচা বাদাম’ গান গাওয়ানোর পরেই একপ্রকার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন গায়িকা ইমন। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মত রাজনৈতিক ব্যক্তিত্বরাও। তাদের পাশাপাশি উত্তরীয় দিয়ে সন্মান জানানো হয় বাদাম কাকুকেও।

   

Bhuban Badyakar

প্রতিবছর বসন্তের সময়েই লিলুয়াতে আয়োজন করা হয় বসন্ত উৎসবের। সেই মত এবারেও আয়োজন করা হয়েছিল। আর প্রতিবারের মত ইমন চক্রবর্তী এই অনুষ্ঠানের আয়োজন করার পাশাপাশি বাংলার বিভিন্ন উঠতি শিল্পী তথা নামি শিল্পীদের গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন এই মঞ্চে। উঠতি প্রতিভা হিসাবে ডাক পেয়েছিলেলন ভাইরাল হওয়া বাদামকাকু ভুবন বাদ্যকর। তাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হয় বসন্ত উৎসবের মঞ্চে।

Iman Chakraborty,Bhuban Badyakar,ইমন চক্রবর্তী,ভুবন বাদ্যকর,কাঁচা বাদাম,বসন্ত উৎসব,লিলুয়া বসন্ত উৎসব,Iman CHakraborty Trolled,ইমন চক্রবর্তী ট্রোলড

সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই বসন্ত উৎসবে ভুবন বাদ্যকরের গান গাওয়ার ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে। নিজের আইকনিক ‘কাঁচা বাদাম’ গান তো গেয়েছেনই সাথে আরও একটি গান গেয়ে শুনিয়েছেন তিনি। কিন্তু  গানের এই ভিডিও দেখে একপ্রকার ক্ষেপে লাল হয়ে গিয়েছেন নেটিজেনদের বেশ কিছুজন। তাদের মতে, ‘এটাই কি বাংলার সংস্কৃতি?  এটাই কি সত্যি বসন্ত উৎসব?’ আবার কেউ লিখেছেন, ‘এটাই দেখা বাকি ছিল। বসন্ত উৎসবে কাঁচা বাদাম!’

তবে নেটিজেনদের কটাক্ষের ভিড়ে ইমনের পাশে দাঁড়িয়েছেন বন্ধু রুদ্রনীল গুহ। ফেসবুকে বসন্ত উৎসবের ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘আপনারা যারা কালকের কাঁচা বাদাম গান টা নিয়ে নিজের মতো করে একটা সাবজেক্ট ভেবে মতামত দিয়ে যাচ্ছেন তাঁদের জন্য বলছি, বাংলার সংস্কৃতি বা একজন শিল্পীর রুচি, সত্ত্বা ওতোটা ঠুনকো নয় যে কিছু মতামতে সেটা ভেঙে যাবে’’। তাঁর মতে ৯ ঘন্টার একটা পোগ্রামের বিচার কখনোই ২ মিনিটের একটা ভিডিও নিয়ে করা উচিত হয়নি।