খবরবিনোদনসিরিয়াল

চৈত্র মাসেই ঘুরল ভাগ্যের চাকা! এবার সিরিয়ালে ধামাকা করতে আসছেন ‘কাঁচা বাদাম’ ভুবন বাদ্যকর

অভিনয় দুনিয়ায় পা রাখলেন ‘বাদাম কাকু’! এই সিরিয়ালে দেখা যাবে ভুবন বাদ্যকরকে

ইন্টারনেট সেনসেশন ভুবন বাদ্যকরকে (Bhuban Badyakar) কে না চেনে! তাঁর গাওয়া ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানে কোমর দুলিয়েছেন টলি, বলি থেকে শুরু করে বিদেশের তারকারা। যদিও গত কয়েকমাস ধরে সময়টা ভালো যাচ্ছিল না ‘বাদাম কাকু’ (Badam Kaku)। মাস খানেক আগে তিনি অভিযোগ করেছিলেন, তাঁর বিখ্যাত ‘কাঁচা বাদাম’ গান চুরি করে নেওয়া হয়েছে। দুর্দশার মধ্যে দিন কাটছে তাঁর এবং তাঁর পরিবারের।

বীরভূমের এই বাদাম বিক্রেতা ইন্টারনেট সেনসেশন হওয়ার পর রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল। সবটাই হয়েছিল তাঁর ‘কাঁচা বাদাম’ গানের সৌজন্যে। কিন্তু সেই গানের কপিরাইট হারানোর পর মহা ফ্যাসাদে পড়েছিলেন তিনি। কিন্তু অবশেষে ‘বাদাম কাকু’র প্রতি মা লক্ষ্মী সদয় হলেন। গান নয়, এবার অভিনয় (Acting) কেরিয়ার শুরু করলেন তিনি।

Bhuban Badyakar, Bhuban Badyakar acting debut, Bhuban Badyakar serial

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গান গেয়ে রাতারাতি সাফল্যের শীর্ষে ওঠা ভুবনকে এবার এক সিরিয়ালে (Serial) অভিনয় করতে দেখা যাবে। জানা গিয়েছে, ১ এপ্রিল অর্থাৎ গতকাল থেকে শুরু হওয়া এক সিরিয়ালে বাবার চরিত্রে দেখা যাবে ‘কাঁচা বাদাম’ খ্যাত এই শিল্পীকে।

এতদিন পর্যন্ত ভুবনকে সকলে গায়ক হিসেবেই চিনতেন। তবে এবার নিজের অভিনয় প্রতিভার প্রদর্শন করবেন তিনি। কেরিয়ারের এই নতুন ইনিংস শুরু করার পর স্বাভাবিকভাবেই বেশ খুশি ভাইরাল ‘বাদাম কাকু’। তিনি জানান, প্রায় তিন মাস আগে শ্যুটিং করেছেন। মেয়ের বাবার চরিত্রে দেখা যাবে তাঁকে।

Bhuban Badyakar, Bhuban Badyakar acting debut, Bhuban Badyakar serial

সিরিয়ালের কাহিনী অনুযায়ী, মেয়ের ভালোবেসে বিয়ে করতে চায়, কিন্তু সেই পথে বাঁধা হয়ে দাঁড়ায় তাঁর বাবা। দু-তিনদিন অভিনয় করে ভুবন ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর কথায়, ‘মানুষের আশীর্বাদে আমার গান প্রত্যেকের মন ছুঁয়েছে। সবার সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছি আমি। আগামী দিনে অভিনয়ের সুযোগ এলে আমি নিশ্চয়ই অভিনয় করবো’।

প্রসঙ্গত উল্লেখ্য, ভাইরাল ‘বাদাম কাকু’কে অবশ্য এই প্রথম টিভির পর্দায় দেখা যাবে না। এরপর আগে স্টার জলসায় জিৎ সঞ্চালিত ‘ইস্মার্ট জোড়ি’তেও দেখা মিলেছিল তাঁর। তবে সেটি ছিল রিয়্যালিটি শো, অভিনয় করার কোনও জায়গা ছিল না। এই প্রথম পুরোদস্তুর অভিনয় করতে দেখা যাবে ‘বাদাম কাকু’কে।

Back to top button