এই মুহুর্তে বলিউডের ছবিকে কার্যত বলে বলে টেক্কা দিচ্ছে দক্ষিণের বিভিন্ন ছবি। পুষ্পার সাফল্য দেখে তার কিছুটা আন্দাজ নিশ্চই করা গিয়েছে। তার আগে বাহুবলীর কথাও বলাই বাহুল্য৷ এদিকে প্রায় সাড়ে তিন বছর পর, রুপোলী পর্দায় নিজের জাদু নিয়ে ফিরেছেন এসএস রাজামৌলি (SS Rajamouli)। তাঁর পরিচালিত সদ্য মুক্তি প্রাপ্ত সিনেমা RRR এর বাজেট কেউ বলে ৪০০ কোটি টাকা আবার কারও কারও দাবি ৫৫০ কোটি।
জুনিয়র NTR এবং রামচরণ অভিনীত এই ছবি ইতিমধ্যেই ৮০০ কোটির ক্লাবে ঢুকে ব্লকব্লাস্টার হিট। প্রশংসা কুড়োচ্ছেন ছবির নায়কদ্বয়ও। রাজমৌলির মতো প্রথম সারির পরিচালকের সাথে কাজ করে এই মুহূর্তে কার্যত সাফল্যের সপ্তম স্বর্গে রয়েছেন অভিনেতা জুনিয়র এনটিআর। সিনেমায় তার পেশীবহুল মেদহীন সুঠাম চেহারা ঝড় তুলেছে আসমুদ্র হিমাচল অসংখ্য তরুণীর হৃদয়ে।
তবে ছবি দেখলেই বোঝা যাবে, কতটা কঠোর পরিশ্রমের পরেই এমন ছবি বানানো সম্ভব। ভীমের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন জুনিয়র NTR, তবে এই দুর্দান্ত অভিনয়ের জন্য অসংখ্য কাঠখড় ও পোড়াতে হয়েছে তাকে৷ একটা সিনকে পারফেক্ট করতে নিজের ঘুম টুকুও বিসর্জন দিয়েছিলেন অভিনেতা৷
তিনি নিজেই একটি সাক্ষাৎকারে জানান, একটি দৃশ্যের শ্যুটিং এর জন্য ৬৫ রাত শ্যুটিং করতে হয়েছিল তাকে। বুলগেরিয়ার বনাঞ্চলে দৌড়াতে হয়েছে মাইলের পর মাইল। পরিচালক বা অভিনেতা কেউই চাননি চরিত্রে কোনোও রকম খুঁত থাকুক। তবে এত পরিশ্রমের পরেও ছবি মুক্তির মাত্র কয়েক ঘন্টা আগে ছবিটি দেখতে পেয়েছিলেন জুনিয়র NTR, এর কারণ একটাই পরিচালক চাননি ছবির কোনোও তথ্য বাইরে ফাঁস হোক।
এছাড়াও জানা যায় আর আর আর এর পরিচালক রাজমৌলিও তার সিনেমার চরিত্রের জন্য এনটিআর কে পরামর্শ দিয়েছিলেন চেহারা নিয়ে ভাবতে। এরপর জুনিয়র এনটিআর সুঠাম ও পেশীবহুল চেহারা বানিয়ে একেবারে ঝামা ঘষে দেন সমালোচকদের মুখে। তবে এই প্রথম নয় এর আগেও তিনি মাত্র তিন মাসে কুড়ি কেজি ওজন কমিয়েছিলেন বলে জানা যায়। আর এ বার পরিচালক রাজামৌলির ছবির জন্য তিনি ৯ কিলোগ্রাম পেশীভর বাড়িয়েছেন বলে জানা গেছে।